Jawaharlal Nehru University

দুই পড়ুয়ার ১ লক্ষ ৭৯ হাজার টাকা জরিমানা করল জেএনইউ! অপরাধ হস্টেলে মদ্যপান, হুঁকোয় সুখটান

বহিরাগতদের হস্টেলে নিয়ে এসে মদ্যপান ও হুঁকো সেবনের পাশাপাশি হস্টেল বিধি ভেঙে হিটার জ্বালানো এবং ‘আক্রমণাত্মক আচরণের’ অপরাধেও দুই পড়ুয়াকে ‘দোষী’ চিহ্নিত করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৯:২৮
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। —ফাইল চিত্র।

রাজনৈতিক বিতর্ক নয়। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এখন দুই ছাত্রের ১ লক্ষ ৭৯ হাজার টাকা জরিমানা নিয়ে আলোচনার কেন্দ্রে। জেএনইউ কর্তৃপক্ষ সূত্রের খবর, ওই দুই ছাত্রের বিরুদ্ধে ১২ জন বহিরাগতকে নিয়ে এসে হস্টেলে মদ্যপান করা এবং হুঁকো সেবনের প্রমাণ মিলেছে। তাই এই শাস্তিমূলক পদক্ষেপ।

Advertisement

সেই সঙ্গে হস্টেলের বিধি ভেঙে হিটার জ্বালানোর অপরাধেও তাঁদের ‘দোষী’ চিহ্নিত করা হয়েছে। গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্তে দোষী চিহ্নিত হওয়ার পর নোটিস পাঠানো হয়েছে দুই পড়ুয়াকে। জরিমানা দেওয়ার জন্য দোষীদের পাঁচ দিন সময় দিয়েছেন জেএনইউ কর্তৃপক্ষ। ওই সময়সীমার মধ্যে তা না দিলে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হবে বলেও নোটিসে জানিয়ে দেওয়া হয়েছে।

২২ ডিসেম্বর এবং ৫ জানুয়ারির রাতে বহিরাগতদের হস্টেলে নিয়ে আসার অভিযোগ রয়েছে ওই দুই ছাত্রের বিরুদ্ধে। বহিরাগতদের নিয়ে আসার জন্য দুই পড়ুয়ার জরিমানার অঙ্ক যথাক্রমে ৬০ হাজার এবং ৮৫ হাজার টাকা। মদ্যপানের অপরাধে দু’হাজার টাকা করে জরিমানা হয়েছে তাঁদের। হিটার জ্বালানোর জন্য জরিমানা ছ’হাজার টাকা। আর্থিক দণ্ড হয়েছে মত্ত অবস্থায় ‘আক্রমণাত্মক আচরণের’ অপরাধেও।

Advertisement
আরও পড়ুন