Viral Video

চুমুর বদলে ছোবল! বিশাল সাপ নিয়ে কেরামতি দেখাতে গিয়ে বিপাকে তরুণী, ভাইরাল ভিডিয়ো

সাপটিকে নিয়ে তরুণী নানা ধরনের কেরামতি করছিলেন। কখনও মুখের সামনে ধরে পোজ় দিয়ে ছবি তুলছেন। দু’হাত দিয়ে ধরে মাথার উপর তুলে পোজ় দিয়ে ছবি তুলতেও দেখা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৪:৫৯
Viral video of a snake biting a Russian dancer on her face

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

হাতে বড়সড় একটি অজগর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক জন তরুণী। ভয়ঙ্কর সেই সরীসৃপের সঙ্গে ছবি তোলার শখ হয়েছে তাঁর। কখনও মুখের সামনে নিয়ে পোজ় দিচ্ছেন, কখনও আবার সাপটিকে হাতে করে মাথার উপর তুলে কায়দা দেখাচ্ছেন। এত ধরনের কসরত পছন্দ হল না সাপটির। বিরক্ত হয়ে তরুণীর নাকে বসাল একটি কামড়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে ভিডিয়ো থেকে তা-ও স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন তরুণী হাতে একটি বড়সড় অজগর নিয়ে ঘরের মাঝে দাঁড়িয়ে রয়েছেন। সাপটিকে নিয়ে তিনি নানা ধরনের কেরামতি করছেন। এক বার তাকে মুখের সামনে ধরে পোজ় দিয়ে ছবি তুলছেন। দু’হাত দিয়ে ধরে মাথার উপর তুলে পোজ় দিয়ে ছবি তুলতেও দেখা গিয়েছে তাঁকে। এত কেরামতির খেলা মোটেও পছন্দ হল না সাপটির। আর এতেই বিপাকে পড়লেন তরুণী। সাপটিকে মুখের সামনে এনে চুমু খেতে গেলেন তিনি। সাপটিও ঘুরিয়ে ‘চুমু’ খাওয়ার জন্য মুখ বাড়াল। অজগরটি চোখের নিমেষে তীক্ষ্ণ দাঁত বার করে তরুণীর নাকে একটা কামড় বসাল। কামড় খেয়ে তরুণী দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন। সাপটিকে কোনও রকমে নীচে নামিয়ে রাখেন। তার পর নাক ধরে তিনি নিজেও নীচে বসে পড়েন। সাপটি ‘স্বাধীনতা’ পেয়ে এঁকেবেঁকে চলে যায়। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে।

‘স্কেদালেরা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে প্রায় এক লক্ষ ৬০ হাজার বার দেখা হয়েছে। নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্সে নানা রকমের মন্তব্য করেছেন। নেটাগরিকদের একাংশ বন্যপ্রাণের সঙ্গে এই রকম আচরণের তীব্র নিন্দা করেছেন। অনেকে আবার তরুণী ঠিক আছেন কি না সেটি জানতে চেয়েছেন।

Advertisement
আরও পড়ুন