Viral Video

মানুষপ্রেমী! তরুণের মাথার উপর চিবুক রেখে দাঁড়িয়ে বিশালাকার ভালুক, ভাইরাল ভিডিয়ো

জঙ্গলের অতিথিদের স্বাগত জানাতে বেরিয়ে এল একটি ভালুক। বসে থাকা তিন তরুণের মধ্যে এক জনকে যেন বেশি মনে ধরল তাঁর। সেই তরুণের মাথার উপর চিবুক রাখল সেই ভালুক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৪:৫৬
Wild bear places its chin over a man’s head and watches scenery with him in forest, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে বসে রয়েছেন তিন তরুণ। মন খুলে প্রকৃতির আনন্দ উপভোগ করছেন তাঁরা। কিন্তু হঠাৎ যেন প্রকৃতি তাঁদের একটু বেশিই আপন করে নিল। জঙ্গলের অতিথিদের স্বাগত জানাতে বেরিয়ে এল একটি ভালুক। বসে থাকা তিন তরুণের এক জনকে যেন বেশি মনে ধরল তাঁর। সেই তরুণের মাথার উপর চিবুক রাখল সেই ভালুক। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়ো দেখে ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গভীর জঙ্গলে বসে রয়েছেন তিন তরুণ। তিন জনই বসে সবুজের সৌন্দর্য উপভোগ করছেন। দেখে মনে হয় তিন বন্ধু নগরজীবনের বাইরে একটু নিভৃতে সময় কাটানোর জন্য জঙ্গলে এসেছেন। কিন্তু জঙ্গলের অতিথিদের স্বাগত জানাতে বেরিয়ে এল একটি মস্ত বড় ভালুক। এসে মাঝখানে বসে থাকা তরুণের মাথায় চিবুক রেখে সে-ও তাদের সঙ্গে যেন প্রকৃতির রূপ দেখতে থাকল। ভালুকটি তরুণের গায়ে নিজের মাথা ঘষে তাঁকে আদরে ভরিয়ে দিল। তরুণদের সামনে একটি লাল রঙের গোলাপ ফুল ফুটে ছিল। ভালুক সেটিরও গন্ধ শুঁকে নিল এক বার। তার পর আবার তরুণের মাথায় চিবুক রেখে শান্ত মনে দাঁড়িয়ে থাকল। বসে থাকা তিন তরুণের মধ্যে এক জন এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

‘নেচার ইজ় আমেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটি নেটাগরিকদের মন ভাল করে দিয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে ছয় লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকেরা নানা মজার মজার মন্তব্যে ভিডিয়োর মন্তব্যবাক্স ভরিয়ে দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন