Viral Video

লুকোচুরি থেকে মরণখেলা! হিংস্র বিড়ালের থাবায় শেষ অন্য ‘বিড়াল’, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

তাদের মধ্যে বেশ কিছু ক্ষণ ধরে চলল মজার লুকোচুরি খেলা। কিন্তু শেষে সেই মজার খেলা কাঠবিড়ালির জন্য ‘সাজা’য় পরিণত হল। বনবিড়ালের খপ্পরে পড়ে প্রাণ হারাতে হল কাঠবিড়ালিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৫:০৮
Squirrel plays hide and seek with caracal, faces a ghastly end, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

জানলার বাইরে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে লম্বা একটি গাছ। সেই গাছে ঝুলছে দুই ভিন্ন আকৃতির প্রাণী। গাছের গোড়া থেকে একটু উপরে ঝুলে রয়েছে পুচকে কাঠবিড়ালি। গাছের উল্টো দিকে, কাঠবিড়ালির থেকে একটু উপরে লম্বা লেজ এলিয়ে ঝুলে রয়েছে বনবিড়াল। দু’জনের নামে বিড়াল থাকলেও, দু’জনের শক্তির কোনও তুলনা হয় না। তাদের মধ্যে বেশ কিছু ক্ষণ ধরে চলল মজার লুকোচুরি খেলা। কিন্তু শেষে সেই মজার খেলা কাঠবিড়ালির জন্য সাজায় পরিণত হল। বনবিড়ালের খপ্পরে পড়ে প্রাণ হারাতে হল কাঠবিড়ালিকে। সেই ভয়ঙ্কর ভিডিয়োই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লম্বা একটি গাছের মধ্যে ঝুলছে প্রাণী দু’টি। গাছের নীচে সতর্ক ভাবে গুড়ি আকড়ে ঝুলে রয়েছে পুচকে কাঠবিড়ালি। সেই গাছের গুড়ির উল্টো দিকে, একটু উপরের দিকে ঝুলে রয়েছে একটি বনবিড়াল। লম্বা লেজ দুলিয়ে বনবিড়ালটি বোঝাচ্ছে যে কাঠবিড়ালি আর বেশি ক্ষণ তার থেকে লুকিয়ে থাকতে পারবে না। কাঠবিড়ালির দিকে লক্ষ স্থির করে নিল বনবিড়ালটি। তার পরই শুরু হল লুকোচুরি খেলা। বনবিড়াল গাছের নীচে এলে, কাঠবিড়ালি লাফিয়ে উপরে উঠে যায়। আবার, বনবিড়াল উপরে এলে কাঠবিড়ালি নীচে নেমে যায়। এই ভাবেই খেলা চলতে থাকে কিছু ক্ষণ। তার পরেই কাঠবিড়ালির জন্য বিপদের মুহূর্ত ঘনিয়ে এল। কাঠবিড়ালিও সেটি আন্দাজ করতে পারে। তাই প্রাণ বাঁচানোর জন্য সে পালানোর চেষ্টা করল। তবে সফল হল না। বনবিড়াল লাফিয়ে উঠে দু’হাত দিয়ে কাঠবিড়ালিকে গাছ থেকে আছড়ে মাটিতে ফেলল। তার পর কাঠবিড়ালির ঘাড়ের কাছে কামড় বসাল। ছোট নিষ্পাপ প্রাণটি এ ভাবে খেলার ছলেই চলে গেল। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

‘নেচার ইজ় ব্রুটাল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে প্রায় দু’লক্ষ বার দেখা হয়েছে। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োটিতে। বহু নেটাগরিক বনবিড়ালের ধূর্ততার প্রশংসা করেছেন। নেটাগরিকদের একাংশ কাঠবিড়ালির এই করুণ পরিণতি দেখে দুঃখপ্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন