ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
সারা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ প্রয়াগরাজের স্নানযাত্রায় অংশ নিতে আসছেন। মহাকুম্ভের এই মেলা ও স্নান শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পৃথিবীর নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা ত্রিবেণী সঙ্গমের পবিত্র জলে স্নান করার জন্য ভিড় জমাচ্ছেন। অনেকে আসছেন একা, অনেকে আবার আসছেন তাঁদের প্রিয় মানুষ বা জিনিসকে সঙ্গে নিয়ে। এই ধরনের নানা ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রয়াগরাজে এক তরুণ কুম্ভস্নান করতে এসেছেন তাঁর প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে। দু’জনে একসঙ্গে স্নানও করেছেন। মন ভাল করা সেই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ত্রিবেণী সঙ্গমের জলে পুণ্যার্থীর ঢল। সকলে সেখানকার জলে ডুব দিতে ব্যস্ত। তাঁদের মাঝে এক হাতে পোষ্য কুকুরকে নিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এক জন তরুণ। ছোট আকারের, শি জ়ু প্রজাতির পোষ্য কুকুরটি মিটমিট করে চোখ দু’টো নাড়িয়ে সকলকে দেখে নিচ্ছে। এ বার এল সেই মুহূর্ত। ইষ্টদেবতাকে স্মরণ করে তরুণ তাঁর শখের পোষ্যকে বগলদাবা করে ডুব দিলেন জলে। পোষ্যটি হকচকিয়ে গেল। জলের স্পর্শ পেয়ে সে সতর্কতার সঙ্গে তার সামনের ছোট ছোট পা দু’টি সাঁতার কাটার ভঙ্গিমায় নাড়াতে থাকল। স্নান সেরে পোষ্য সারমেয়টিকে কোলে নিয়ে জল থেকে উঠে পড়লেন তরুণ। কিন্তু পোষ্যটি তখনও নাকে-মুখে লেগে থাকা জল জিভ বার করে চাটতে চাটতে পা নাড়াতে থাকল। দেখে মনে হল সে এই মহাকুম্ভ স্নানের জন্য প্রস্তুত ছিল না। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
তরুণ তাঁর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘সুফি_অরোরা’ থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৯ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। নেটাগরিকেরা পোস্টটির মন্তব্যবাক্সে কুকুরটির প্রতি তাঁদের ভালবাসা জানিয়েছেন। এক জন নেটাগরিক বলেছেন, ‘‘কুকুরটির মোক্ষ লাভ হবে।’’ অন্য এক জন নেটাগরিক তাঁর নিজের পোষ্যকে কুম্ভস্নানে না নিয়ে যেতে পেরে আক্ষেপ জানিয়েছেন।