—প্রতীকী ছবি।
আগামী ১ ফেব্রুয়ারি, শনিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ওই দিন খোলা থাকবে শেয়ার বাজার? না কি শনিবার হওয়ায় কোনও লেনদেন করতে পারবেন না লগ্নিকারীরা? এই নিয়ে ইতিমধ্যেই দু’টি পৃথক সার্কুলার জারি করেছে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)।
দুই শেয়ার বাজারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি বাজেটের দিন শনিবার হলেও খোলা থাকবে বিএসই এবং এনএসই। আর পাঁচটা দিনের মতোই ওই দিন বাজার খুলবে সকাল ৯টা ১৫ মিনিটে। বন্ধ হওয়ার সময়ের ক্ষেত্রেও কোনও হেরফের হচ্ছে না। অর্থাৎ, বিএসই ও এনএসইতে বিকেল ৩টে ৩০মিনিট পর্যন্ত স্টক কেনাবেচা করতে পারবেন লগ্নিকারীরা।
সাধারণ ভাবে শনিবার বন্ধ থাকে শেয়ার বাজার। কিন্তু বিশেষ পরিস্থিতিতে সপ্তাহের শেষ দিনে বিএসই ও এনএসই খোলা রাখার রেওয়াজ রয়েছে। এর মধ্যে একটি হল কেন্দ্রীয় বাজেট। ২০২০ এবং ২০১৫ সালের কেন্দ্রীয় বাজেট শনিবার সংসদে পেশ হয়েছিল। ওই দিনগুলিতেও খোলা ছিল শেয়ার বাজার।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগে পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ কর্মদিবসে সংসদে বাজেট পেশ করাই ছিল রীতি। কিন্তু ওই বছর থেকে এই নিয়মের পরিবর্তনের কথা ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মাসের শেষ দিনের বদলে বাজেট পেশের সময় এগিয়ে ফেব্রুয়ারির প্রথম দিন করে দেন তিনি। ২০১৮ সাল থেকে মানা হচ্ছে সেই নিয়ম।
চলতি বছরে (পড়ুন ২০২৫) অষ্টম বারের জন্য সংসদে বাজেট বক্তৃতা দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটের বিভিন্ন ঘোষণার উপর শেয়ার বাজারের উত্থান-পতন নির্ভর করে। ফলে এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন লগ্নিকারীরা।