ছবি: এক্স থেকে নেওয়া।
পরীক্ষা দিতে বেরিয়েছিল দ্বাদশ শ্রেণির পড়ুয়া। বাস ধরার জন্য সঠিক সময়ে পৌঁছে গিয়েছিল স্ট্যান্ডে। কিন্তু বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে হাত দেখানোর পরও থামল না সরকারি বাস। বাসের পিছনে রীতিমতো দৌড়ে বাসে উঠতে হল তাঁকে! ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভানিয়াম্বাদির কাছে কোঠাকোট্টাইয়ে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি দেখে ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারি বাসচালকের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে।
প্রতিবেদন অনুযায়ী, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী কোঠাকোট্টাই বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই তিরুপাত্তুর-আলঙ্গায়ম সরকারি বাসটি তার সামনে দিয়ে দ্রুতগতিতে চলে যায়। পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়ে না পৌঁছতে পারার ভয়ে বাসের পিছনে বিপজ্জনক ভাবে দৌড়োতে শুরু করে ওই ছাত্রী।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুলের পোশাকে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছে এক ছাত্রী। নির্দিষ্ট বাস আসার পর ওই ছাত্রী হাত দেখিয়ে বাসচালককে থামতে বলে। কিন্তু তার পরেও থামে না বাস। বাধ্য হয়ে বাসের পিছনে দৌড়োতে শুরু করে ওই ছাত্রী। বেশ কিছুটা দৌ়ড়ে বাসে চড়ে সে। পুরো বিষয়টি এক বাইক আরোহী ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিয়োটি।
நிற்காமல் சென்ற பேருந்து | பதறி அடித்து ஓடிய பள்ளி மாணவி
— ABP Nadu (@abpnadu) March 25, 2025
வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டையில் பேருந்திற்காக காத்திருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி.
பேருந்து நிற்காமல் சென்றதால் பதறி அடித்துக்கொண்டு பேருந்தை பின் தொடர்ந்து ஓடி ஏறி, பரீட்சைக்கு சென்றார்.#Thiruppathur… pic.twitter.com/hDpslfbh3z
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এবিপি নাড়ু’র এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে ক্ষোভপ্রকাশ করে ওই বাসের বাসচালক এবং কন্ডাক্টারের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বরখাস্ত করার দাবিও তুলেছেন কেউ কেউ।
অন্য দিকে, ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই তামিলনাড়ু পরিবহণ দফতর দ্রুত পদক্ষেপ করেছে। চালক মুনিরাজকে সাসপেন্ড করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে চুক্তিভিত্তিক কন্ডাক্টর অশোক কুমারকেও।