ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সেতুর উপর ঘোরাফেরা করছিল সবুজ রঙের একটি সাপ। কিন্তু তার কাছে যেতেই পর্যটকদের চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য। ছোট্ট একটি ময়নাকে গিলে খাচ্ছে সাপটি। ময়নার মাথাটি গিলে তাকে লেজের প্যাঁচে জড়িয়ে ফেলল সরীসৃপটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ময়নাকে লেজে পেঁচিয়ে তাকে গিলে খেতে ব্যস্ত এক সাপ। ঘটনাটি সিঙ্গাপুরের মানডাই বোর্ডওয়াকে ঘটেছে। সেই সেতুর উপর দিয়ে যাতায়াত করছিলেন পর্যটকেরা। হঠাৎ তাঁরা দেখতে পান, রেড-টেলড গ্রিন র্যাটস্নেক প্রজাতির একটি সাপ এক ময়নার মাথা গিলে ফেলেছে।
পাখিটিকে সম্পূর্ণ গিলে ফেলার চেষ্টা করছে সাপটি। লেজ দিয়ে ময়নাটিকে পেঁচিয়ে ফেলে আহার সারছে সে। ঘটনাটি ১৮ জানুয়ারি ঘটেছে। তবে সমাজমাধ্যমের পাতায় নতুন করে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মন্তব্য করেন, ‘‘ছোট্ট পাখিটিকে যে ভাবে খাচ্ছে তা দেখে মন সত্যিই খারাপ হয়ে গেল।’’ আবার এক জন লিখেছেন, ‘‘এমন ঘটনা যেন আমার চোখের সামনে না ঘটে। খুব কষ্ট হচ্ছে দেখে। কিন্তু প্রকৃতির এই নিয়ম না মেনে উপায়ও নেই।’’