car accident

প্রেমিকার গাড়ি থেকে পড়ে মৃত মত্ত যুবক! ৭০ লাখ ক্ষতিপূরণ চাইলেন স্ত্রী, কী জানাল আদালত?

২০২২ সালে লি-এর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওয়াং। পুলিশি তদন্তে জানা গিয়েছে দুর্ঘটনার আগে দু’জন সম্পর্ক শেষ করার কথা বলেছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১০:২৫
a drunk man in China falls from lover’s car, wife demands 70 lakhs

—প্রতীকী ছবি।

প্রেমিকার গা়ড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু। স্বামীর মৃত্যুতে ৭০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করলেন স্ত্রী। ঘটনাটি ২০২৩ সালের জুলাই মাসের। পূর্ব চিনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা ওয়াং নামের এক যুবক মত্ত অবস্থায় গাড়ি থেকে পড়ে মারা যান বলে চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর। ঘটনার রাতে গাড়ি চালাচ্ছিলেন ওয়াংয়ের প্রেমিকা লিউ। লিউ তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে অ্যাম্বুল্যান্স ডাকেন। ওয়াংকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৪ ঘণ্টা পরে মস্তিষ্কে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়।

Advertisement

সেই ঘটনার পর লিউয়ের বিরুদ্ধে আদালতে যান ওয়াংয়ের স্ত্রী ও পরিবার। দুর্ঘটনা ঘটার পর থেকে একাধিক বার লিউয়ের থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন ওয়াংয়ের পরিবার। কিন্তু তাতে কাজ হয়নি। তার পরই তারা আদালতে যান। ২০২২ সালে লির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওয়াং। পুলিশি তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার আগে দু’জনে সম্পর্ক শেষ করার কথা বলেছিলেন। লিউ কয়েক দিন ধরেই ওয়াংকে বলছিলেন যে, তিনি এই সম্পর্কে আর জড়াতে চান না। ওয়াং এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ঘটনার রাতে লিউয়ের সঙ্গে দেখা করেন। দু’জনে একটি রেস্তরাঁয় খাবার খান। সেখানে প্রচুর মদ্যপান করে লিউয়ের গাড়িতে ওঠেন ওয়াং। পুলিশ জানিয়েছে, ওয়াং সিটবেল্ট বাঁধেননি এবং গাড়ি থেকে পড়ে মাথায় আঘাত পান।

আদালত ওয়াংয়ের স্ত্রী ও পরিবারের দাবি মেনে নেয়নি বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে। লিউয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগের কারণ খুঁজে পায়নি আদালত। তাঁকে ৭০ লাখের বদলে ৮ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
আরও পড়ুন