Viral Video

নাগালের বাইরে খাবার, নিজের জায়গা থেকে না সরে সেই কলা খেল শিম্পাঞ্জি! বুদ্ধি দেখে স্তম্ভিত নেটপাড়া

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, তারের প্রাচীর দেওয়া বাগানের মধ্যে খেলা করছে ছোট একটি শিম্পাঞ্জি। তার মাথার অনেকটা উপরে একটি জাল দড়ি দিয়ে বাঁধা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:৩৪
Video of Chimpanzee use skill to get banana out of his reach

ছবি: ইনস্টাগ্রাম।

মজা দেখার জন্য নাগালের বাইরে কলা ছুড়ে দিয়েছিলেন চিড়িয়াখানায় ঘুরতে আসা এক দর্শনার্থী। বুদ্ধি খাটিয়ে সেই কলা নীচে নামিয়ে এনে উদরস্থ করল এক শিম্পাঞ্জি। এমনই একটি মজার ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে শিম্পাঞ্জির বুদ্ধির তারিফ করেছেন নেটাগরিকেরা (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) । ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তারের প্রাচীর দেওয়া চিড়িয়াখানার বাগানের মধ্যে খেলা করছে ছোট একটি শিম্পাঞ্জি। তার মাথার অনেকটা উপরে একটি জাল দড়ি দিয়ে বাঁধা। চিড়িয়াখানায় ঘুরতে আসা এক ব্যক্তি হঠাৎই একটি কলা নিয়ে ওই শিম্পাঞ্জির দিকে না ছুড়ে জালের উপর ছুড়ে দেন। বিষয়টি নজরে পড়ে শিম্পাঞ্জিটির। সঙ্গে সঙ্গে একটি ছোট লাঠি নিয়ে জালের যে অংশে কলাটি আটকে ছিল, ঠিক তার নীচে গিয়ে দাঁড়ায় সে। কলাটিকে লক্ষ্য করে লাঠিটি ছুড়ে দেয়। সেটি কলার ঠিক পাশে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে জালির ছিদ্র দিয়ে নীচে পড়ে যায় কলাটি। শিম্পাঞ্জি কলাটি তুলে নিয়ে মনের আনন্দে খেতে শুরু করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মিস্টার জংজিয়াওতো’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইকের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। আবার শিম্পাঞ্জিটির বুদ্ধির তারিফও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘আমি হলে এমনটা করতে পারতাম না। শিম্পাঞ্জি খুবই বুদ্ধিমান প্রাণী।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘শিম্পাঞ্জিরা সবই জানে, সবই পারে। শুধুমাত্র কর ফাঁকি দিতে চাকরি না করে চিড়িয়াখানায় থাকে।’’

Advertisement
আরও পড়ুন