IPL 2025

তাঁরই ছক্কায় ফেটেছিল কপাল, সেই আহত দর্শকের সঙ্গে দেখা করলেন লখনউয়ের পুরান

নিকোলাস পুরানের ছক্কার আঘাতে ফেটেছিল এক সমর্থকের কপাল। লখউয়ের সেই সমর্থকের সঙ্গে দেখা করলেন পুরান। কী কথা হল দু’জনের মধ্যে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২১:৪২
cricket

নিকোলাস পুরান। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলে চারের থেকে ছক্কা বেশি মেরেছেন নিকোলাস পুরান। প্রায় প্রতিটি ম্যাচে তাঁর ব্যাটের জোরে বল গিয়ে পড়েছে গ্যালারিতে। তেমনই একটি ছক্কার আঘাতে কপাল ফেটেছিল এক সমর্থকের। লখউয়ের সেই সমর্থকের সঙ্গে দেখা করলেন পুরান। কথাও হল দু’জনের মধ্যে।

Advertisement

লখনউয়ের মাঠে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে পুরানের ছক্কার আঘাতে আহত হয়েছিলেন নবিল নামেক ওই যুবক। তাঁর কপালে বল লেগেছিল। কপাল ফেটে যায়। সে কথা জানতে পেরে দিল্লি ম্যাচের আগে তাঁকে ডেকে পাঠান পুরান। নবিলকে নিজের একটি টুপি সই করে উপহার দেন পুরান। লখনউয়ের ক্রিকেটার নবিলকে জিজ্ঞাসা করেন, তাঁর শরীর কেমন আছে।

পুরানের সঙ্গে সাক্ষাৎ করে খুশি নবিল। স্বপ্নপূরণ হয়েছে তাঁর। তিনি বলেন, “আমার খুব ভাল লাগছে। পুরান স্যর ডেকেছিলেন। বললেন, আমার শরীর কেমন আছে। আমি বললাম, ভাল। ওঁকে বলেছি, আমার আঘাত লাগায় কোনও দুঃখ হয়নি। কারণ, লখনউ সেই ম্যাচ জিতেছে। লখনউ জিতলে সব আঘাত সহ্য করতে আমি তৈরি। এটা আমাদের দল। এ বার ট্রফি জেতা আমাদের লক্ষ্য।”

এ বারের প্রতিযোগিতায় ভাল ফর্মে রয়েছেন পুরান। ন’টি ম্যাচে ৩৭৭ রান করেছেন তিনি। ৪৭.১৩ গড় ও ২০৪.৮৯ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। চারটি অর্ধশতরান করেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের এই ব্যাটার। তবে শেষ দুই ম্যাচে রান পাননি পুরান। সেই কারণে কমলা টুপির তালিকায় দ্বিতীয় স্থানে নেমেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন