Viral Video

শিকারিই যখন শিকার! বিষাক্ত সাপকে আস্ত গিলে খেল বিশাল ব্যাঙ, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিষাক্ত সাপের অর্ধেকটা গিলে ফেলেছে একটি বড় ‘বুলফ্রগ’। ব্যাঙের মুখ থেকে বেরোনোর জন্য ছটফট করছে সাপটি। তবে বিশালাকার সেই ব্যাঙও ছেড়ে দেওয়ার পাত্র নয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৫:২৩

ছবি: এক্স থেকে নেওয়া।

বড় বড় প্রাণীরা এক ছোবলেই ঘায়েল হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এমনই বিষধর প্রাণী হল সাপ। সেই সাপকেই জ্যান্ত গিলে খেয়ে ফেললে একটি বড় ব্যাঙ। ভেঙে ফেলল খাদ্য-খাদক সম্পর্কের চিরাচরিত নিয়মকে। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। হইচই পড়েছে সেই ভিডিয়োটিকে কেন্দ্র করে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিষাক্ত সাপের অর্ধেকটা গিলে ফেলেছে একটি বড় ‘বুলফ্রগ’। ব্যাঙের মুখ থেকে বেরোনোর জন্য ছটফট করছে সাপটি। তবে বিশালাকার সেই ব্যাঙও ছেড়ে দেওয়ার পাত্র নয় । সুযোগ পেয়েই সাপটিকে একটু একটু করে মুখে পুরে দিচ্ছে সে। অনেক কষ্ট করেও সাপটি ব্যাঙের কবল থেকে মুক্ত হতে পারছে না। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘নেচার ইজ় ক্রুয়েল’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। ব্যাঙটির ক্ষমতা এবং তাকে সাপ খেতে দেখে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক জন লিখেছেন, ‘‘এ-ও কি সম্ভব? প্রকৃতি কখনওই চমক দেওয়া বন্ধ করে না।’’

উল্লেখ্য, ‘বুলফ্রগ’ ব্যাঙ সাধারণত দেখা যায় উত্তর আমেরিকায়। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, সাপ শিকার ‘বুলফ্রগ’-এর জন্য নতুন কিছু নয়। এটি এমন এক অনন্য প্রজাতি, যা সাপ খায়।

Advertisement
আরও পড়ুন