ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় ধর্ষণ মামলা। অভিযুক্ত ৭০ জন। দোষী সাব্যস্ত ৫১। জিজ়েল পেলিকোকে ওষুধ খাইয়ে অচেতন করে রাখতেন স্বামী ডমিনিক। ওয়েবসাইটের চ্যাটরুম থেকে জোটাতেন ধর্ষকদের। জিজ়েলের অজান্তে, নিজের বাড়িতেই তাঁকে ধর্ষণ করেন ওই ৭০ জন। সবটাই ভিডিয়ো রেকর্ড করে রাখতেন তাঁর স্বামী। ধর্ষকেরা প্রত্যেকেই জিজ়েলের বাড়ির ৩০ মাইলের মধ্যে থাকেন। ফ্রান্সের এই ঘটনা ধর্ষকের চেনা সংজ্ঞাকে প্রশ্ন করছে? তা হলে কি সব পুরুষই সম্ভাব্য ধর্ষক? সাধারণ মানুষই ধর্ষণের সংস্কৃতি লালন করে? আলোচনায় নারী আন্দোলনের কর্মী এবং মনোচিকিৎসক।