ছবি: এক্স থেকে নেওয়া।
কেরলে ধর্মীয় উৎসব চলাকালীন হাতির তাণ্ডব। সেই ঘটনায় হুড়োহুড়ি পড়ায় পদপিষ্ট হয়ে জখম ২৪। হাতির কবলে পড়ে গুরুতর জখম হয়েছেন এক যুবক। কেরলের মলপ্পুরমে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ। ধর্মীয় উৎসবে হঠাৎই বেলাগাম হয়ে আগত পুণ্যার্থীদের দিকে তেড়ে যায় একটি হাতি। একটি হাতি যুবককে শুঁড় দিয়ে শূন্যে তুলে দোলাতে থাকে। পরে তাঁকে ছুড়ে ফেলে দেয়। তা দেখে উপস্থিত জনতার মধ্যে হুড়োহুড়ি পড়়ে যায়। অনেকেই দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান। এই ঘটনায় মোট ২৪ জন আহত হয়েছেন বলে খবর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিরুরের পুথিয়াঙ্গাদি উৎসবে ঘটনাটি ঘটেছে। ওই ধর্মীয় উৎসব উপলক্ষে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। সেই উৎসবে পাঁচটি হাতিকে সোনার মুকুট দিয়ে সাজানো হয়েছিল। মানুষ তাদের ছবি তুলতে শুরু করলে হঠাৎই এক হাতি উত্তেজিত হয়ে পড়ে। তেড়ে যায় জনতার দিকে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ধর্মীয় উৎসব উপলক্ষে একটি মাঠে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। সেখানে মূল আকর্ষণ পাঁচ হাতি। সেই হাতিগুলিকে সাজানো হয়েছে সোনা দিয়ে। তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছেন পুণ্যার্থীরা। ছবি তুলছেন, হইহই করছেন। এমন সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জনতার দিকে এগিয়ে যায় একটি হাতি। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে দৌড়তে শুরু করে জনগণ। হাতিটি একদম সামনে থাকা এক যুবককে শুঁড়ে করে শূন্যে তুলে দেয়। ডান দিক থেকে বাঁ দিকে দোলাতে থাকে। এর পর তাকে দূরে ছুড়ে দেয়। হুড়োহুড়ির সময় অনেকে পড়েও যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই হাতির কবলে পড়া যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। কোটাক্কলের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার ঘণ্টা দুয়েক পর হাতিটিকেও নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গিয়েছে।