Viral Video

দুই প্রেমিকার সম্মতি নিয়ে একই মণ্ডপে দু’জনকেই বিয়ে! যুবকের কীর্তি দেখতে লোক এল গাঁ উজাড় করে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেলঙ্গানার কুমুরম ভীম আসিফাবাদ জেলার গুমনুর গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম সূর্যদেব। একই সঙ্গে লালী দেবী এবং ঝলকারি দেবী— দুই মহিলার সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০৮:৪৩
Video of a man marrying two girls in sae ceremony in Telangana goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

একই সঙ্গে দু’জনের সঙ্গে প্রেম। দুই প্রেমিকাকে মানিয়ে দু’জনকে একই মণ্ডপে বিয়ে করলেন যুবক। অদ্ভুত ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কুমুরম ভীম আসিফাবাদ জেলায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুমুরম ভীম আসিফাবাদ জেলার গুমনুর গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম সূর্যদেব। একই সঙ্গে লালী দেবী এবং ঝলকারি দেবী— দুই মহিলার সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। দু’জনেই তাঁকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এর পর দুই প্রেয়সীকে রাজি করিয়ে দু’জনকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন সূর্যদেব। সেই মতো আত্মীয়স্বজন, গ্রামবাসী এবং পরিবারের সদস্যদের নিয়ে জাঁকজমক অনুষ্ঠান করে দু’জনকে একই মণ্ডপে বিয়ে করেন তিনি। বিয়ের আমন্ত্রণপত্রে উভয় কনের নামও ছাপিয়েছিলেন। সেই বিয়ের ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গ্রামে বিয়ের আসর বসেছে। সানাই এবং ঢোলের আওয়াজে গমগম করছে বিয়ে। মণ্ডপে সাত পাকে বাঁধা পড়ছেন বর-কনে। তবে এক কনে নয়, বরের হাত ধরে ঘুরছেন দু’জন কনে। সেই বিয়ে দেখতে ভিড় করেছন গ্রামবাসীরা।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইমরানটিজি১’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকেই ওই ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন। ঘটনার নিন্দাও করেছেন অনেকে। তবে ভারতে এই ধরনের ঘটনা প্রথম নয়। ২০২১ সালে আদিলাবাদ জেলায় এবং ২০২২ সালে ঝাড়খণ্ডের লোহারদাগায় একই রকম ঘটনা ঘটেছিল।

Advertisement
আরও পড়ুন