Viral Video

নিজের রাজ্যেই বিপদে বাঘ, গভীর জঙ্গলে বুনো কুকুরের তাড়া খেয়ে প্রাণপণে ছুট! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘন জঙ্গলের মধ্যে শান্ত ভাবে ঘোরাফেরা করছে একটি বাঘ। হঠাৎই একপাল বুনো কুকুরের মুখোমুখি হয় সে। বাঘকে দেখেই বুনো কুকুরের দল চিৎকার শুরু করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৪:১২
Viral Video tiger and pack of dhole goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

ঘন জঙ্গলে মুখোমুখি দু’পক্ষ। হিংস্র বনকুকুরের পালকে দেখে পালাবার পথ পেল না বিশালাকার বাঘ। এমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দ এক্স সমাজমাধ্যমে সেই ভিডিয়ো শেয়ার করেছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটিকে কেন্দ্র করে সমাজমাধ্যমে হইচইও পড়েছে। যদিও ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘন জঙ্গলের মধ্যে শান্ত ভাবে ঘোরাফেরা করছে একটি বাঘ। হঠাৎই একপাল বুনো কুকুরের মুখোমুখি হয় সে। বাঘকে দেখেই কুকুরের দল চিৎকার করতে শুরু করে। ভয় পেয়ে যায় বাঘটি। পালাবার পথ খুঁজতে থাকে। এর পর বাঘটি দৌড়ে পালানোর চেষ্টা করে। কিছুটা গিয়ে আবার ফিরে আসে। তবে তখনও সেখান থেকে যায়নি ওই বন্য কুকুরের পাল। বাঘ ফিরে আসতেই তাকে তাড়া করে কুকুরগুলি। প্রাণপণে দৌড়োতে থাকে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হাজার হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বুনো কুকুরেরা যে এত ভয়ঙ্কর, তা এই ভিডিয়ো না দেখলে বুঝতেই পারতাম না।’’ উল্লেখ্য, বুনো কুকুর তাদের শিকার কৌশল এবং হিংস্র আচরণের জন্য পরিচিত। মূলত দল বেঁধেই শিকারে যায় ভয়ঙ্কর সেই প্রাণী।

Advertisement
আরও পড়ুন