Viral Video

টেলিফোনের খুঁটিতে চড়ে পাখি শিকার করল বিশাল সাপ! নেটপাড়ায় হইচই, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উঁচু টেলিফোনের খুঁটি থেকে ঝুলছে একটি বিশাল সাপ। তার মুখে ধরা একটি পাখি। টেলিফোনের খুঁটিতে উঠেই শিকার করেছে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৬:৪৫
Video of snake catches bird goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

সাপ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রাণী। সাপ দেখলে এমনিই অনেক মানুষের আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। তার উপর সেই সাপ যদি হয় ভয়ঙ্কর, তা হলে তো কথাই নেই। সে রকমই বিশাল এক সাপের ভিডিয়ো প্রকাশ্যে আসায় সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, টেলিফোনের খুঁটি বেয়ে উপরে উঠে কী ভাবে শূন্যে পাখি শিকার করেছে একটি সাপ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উঁচু টেলিফোনের খুঁটি থেকে ঝুলছে একটি বিশাল সাপ। তার মুখে ধরা একটি পাখি। টেলিফোনের খুঁটিতে উঠেই শিকার করেছে সে। এর পর শূন্যেই ধীরে ধীরে পাখিটিকে শরীর দিয়ে পেঁচাতে থাকে বিশালাকার সাপটি। পাখিটিকে খেতেও শুরু করে শূন্যে ঝুলেই। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রকাশ্যে আসা ভিডিয়োটি বেশ পুরোনো। নতুন করে ভাইরাল হয়েছে সেটি। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডিস্কভার স্নেক্‌স’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। পাখিটির পরিণতি দেখে দুঃখপ্রকাশও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই কারণেই সাপ লক্ষ লক্ষ বছর ধরে টিকে রয়েছে পৃথিবীতে। টেলিফোনের খুঁটি থেকে পাখি ধরতে পারলে হাত এবং পায়ের কী দরকার?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাপের পেশি শক্ত। পাখিটি পালানোর কোনও সুযোগই দেয়নি।’’

Advertisement
আরও পড়ুন