Viral Video

জুতোই যখন শোয়ার ঘর! বিশ্রামের জায়গা পেতে বিড়ালছানার ‘লড়াই’ বুটের সঙ্গে, ভিডিয়ো ভাইরাল

এক জোড়া বুট রাখা রয়েছে মেঝের উপর। এক পাটি জুতোর ভিতর ঢুকে ঘুমিয়ে প়ড়েছে একটি বিড়ালছানা। তাকে দেখে জুতোর ভিতর ঘুমানোর শখ জাগল অন্য এক বিড়ালছানার। পাশে থাকা এক পাটি বুটের ভিতর নিজেকে গলানোর চেষ্টা করল সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:১২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেঝের উপর রাখা এক জো়ড়া বুট জুতো। তার এক পাটির ভিতর গুটিসুটি মেরে আরামে ঘুম দিচ্ছে একটি বিড়ালছানা। অন্য পাটি নিয়ে ‘ল়়ড়াই’য়ে ব্যস্ত আর এক বিড়ালছানা। সে-ও জুতোর ভিতরে ঢুকে বিশ্রাম নিতে চায়। কিন্তু শত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে সে। কিছুতেই জুতোর ভিতর পুরো শরীর গলাতে পারছে না বিড়ালছানা। শেষ পর্যন্ত জেদ ঘরে জুতোর উপর বসেই পড়ল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘রেবেলিয়ন নরটেনা’ নামের অ্যাকাউন্ট থেকে ফেসবুকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক জোড়া বুট রাখা রয়েছে মেঝের উপর। এক পাটি জুতোর ভিতর ঢুকে ঘুমিয়ে পড়েছে একটি বিড়ালছানা। তাকে দেখে জুতোর ভিতর ঘুমানোর শখ জাগল অন্য এক বিড়ালছানার। পাশে থাকা এক পাটি বুটের ভিতর নিজেকে গলানোর চেষ্টা করল সে। কিন্তু বার বার ব্যর্থ হচ্ছিল সে।

কখনও পিছনের পা দিয়ে, কখনও আবার মুখ ঢুকিয়ে জুতোর ভিতর ঢোকার চেষ্টা করছিল বিড়ালছানাটি। জুতো নিয়ে উল্টে পড়েও গেল কয়েক বার। তবুও হাল ছাড়ল না বিড়ালছানা। জুতোর উপর ঢুকতে না পেরে তার উপরেই বসে পড়ল সে। তার পর আবার চেষ্টা শুরু করল। শেষমেশ সফল হল বিড়ালছানা। জুতোর মধ্যে ঢুকে পড়ে বিশ্রাম নিতে শুরু করল সে। অন্য জুতোর ভিতর থাকা বিড়ালছানাটি এক বার বাইরে উঁকি দিয়ে আবার চোখ বন্ধ করে নিদ্রার জগতে পাড়ি দিল। দুই বিড়ালছানার এই ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি খুবই মিষ্টি। বিড়ালছানাগুলো এতই ছোট যে জুতোর মধ্যেও পুরো ঢুকে পড়ল।’’

Advertisement
আরও পড়ুন