Viral Video

মদের বোতল ফাঁকা! মালকিনের ডাকে টলতে টলতে এল ‘অপরাধী’, পোষ্যের ভিডিয়ো ভাইরাল

সন্দেহের চোখে তিনি তাকালেন তাঁর পোষ্যের দিকে। নিষ্পাপ শিশুর মতো ঘরে বসেছিল সে। তরুণী যখনই তাকে হাঁটতে যাওয়ার কথা বললেন, তখনই উঠে দাঁড়ায় কুকুরটি। কিন্তু কয়েক পা এগোতেই তার চুরি ধরা পড়ে যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

তরুণী কিছু ক্ষণ অন্য ঘরে ছিলেন। রান্নাঘরে খোলা পড়েছিল কয়েকটি মদের বোতল। তরুণী রান্নাঘরে গিয়ে দেখেন যে, একটি বোতল পুরো ফাঁকা। আর একটি বোতলেও রয়েছে অর্ধেকের কম পানীয়। কিন্তু তিনি ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। সন্দেহের চোখে তিনি তাকালেন তাঁর পোষ্যের দিকে। নিষ্পাপ শিশুর মতো ঘরে বসেছিল সে। তরুণী যখনই তাকে হাঁটতে যাওয়ার কথা বললেন, তখনই উঠে দাঁড়ায় কুকুরটি। কিন্তু কয়েক পা এগোতেই তার চুরি ধরা পড়ে যায়। বোতল থেকে মদ খেয়ে ফেলেছে সে। তার পর আর ঠিকমতো দাঁড়াতেই পারছে না কুকুরটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ড্রাঙ্কপিপলডুয়িংস্টাফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একটি কুকুর ঠিকমতো হাঁটতে পারছে না। বার বার টলে পড়ে যাচ্ছে সে। তাঁর তরুণী মালকিন জানালেন যে, তাঁর পোষ্য মত্ত অবস্থায় রয়েছে। ঘরে হুইস্কির একটি বোতল খোলা অবস্থায় রাখা ছিল। সেই বোতলে অর্ধেক ভর্তি ছিল। তরুণীর অনুপস্থিতিতে বোতলটি পুরো ফাঁকা হয়ে যায়। সন্দেহ হওয়ায় কুকুরের দিকে তাকিয়ে তরুণী বলে ওঠেন, ‘‘চলো, আমরা একটু হাঁটাহাঁটি করে আসি।’’ তরুণীর কথা শুনে চটপট উঠে পড়ে কুকুরটি। কিন্তু হাঁটতে গিয়ে আর টাল সামলাতে পারে না সে। পা পিছলে ঘরের ভিতরেই পড়ে যায় কুকুরটি। আবার সোজা হয়ে হাঁটার চেষ্টা করে সে। তবুও ব্যর্থ হয় পোষ্য।

কুকুরের আচরণ দেখে হাসতে শুরু করেন তরুণী। তিনি বলেন, ‘‘আমার পোষ্য মাতাল হয়ে গিয়েছে। আমি কী করব বুঝতে পারছি না। কিন্তু আমার ওকে দেখে খুব মজা লাগছে।’’ ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ হাসাহাসি করেছেন। আবার কেউ কেউ পোষ্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘আপনার পোষ্যের শরীর কেমন রয়েছে একটু খেয়াল রাখবেন।’’ আবার এক জন লিখেছেন, ‘‘এমন পোষ্য বাড়িতে থাকলে তো মহা বিপদ! মদের বোতল ফাঁকা করে দিল তা বলে!’’

Advertisement
আরও পড়ুন