Jeet Adani's Wedding

হলিউডি গায়িকা থেকে ৫৮ দেশের রন্ধনশিল্পী! কী কী চমক থাকতে পারে আদানি-পুত্রের বিয়েতে?

একাংশের দাবি, টেলরের পাশাপাশি আদানির পুত্রের বিয়েতে মঞ্চে গান গাইতে পারেন ট্র্যাভিস স্কট এবং হানি সিংহের মতো গায়ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১০:৪৫
০১ ১৪
Taylor Swift likely to come at Gautam Adani’s son’s wedding, chefs from 58 countries may come

চলতি বছরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শিল্পপতি গৌতম আাদানির কনিষ্ঠ পুত্র জিৎ আদানি। তাঁর বাগ্‌দত্তা দিভা জৈমিন শাহকে বিয়ে করবেন তিনি। আদানি-পুত্রের বিয়ে বলে কথা! দেশ-বিদেশের তারকাদের ঢল নামবে সেখানে। বিভিন্ন ধরনের বিলাসবহুল আয়োজনও করা হয়েছে অতিথিদের জন্য।

০২ ১৪
Taylor Swift likely to come at Gautam Adani’s son’s wedding, chefs from 58 countries may come

২০২৩ সালের মার্চ মাসে গুজরাতের আহমদাবাদে আংটিবদল হয়েছিল জিৎ এবং দিভার। দিভার পিতা পেশায় হিরে ব্যবসায়ী। বাগ্‌দানের অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুবান্ধবেরাই নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন।

০৩ ১৪
taylor swift

গুঞ্জন শোনা যাচ্ছে, হলি গায়িকা টেলর সুইফ্‌টকে পুত্রের বিয়েতে শিল্পী হিসাবে আমন্ত্রণ জানাতে পারেন গৌতম। জিতের বিয়ে উপলক্ষে মঞ্চে গানও গাইতে পারেন টেলর।

Advertisement
০৪ ১৪
selena gomez

শুধু টেলর একা-ই নন। আদানি-পুত্রের বিয়ের নিমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকতে পারেন সেলেনা গোমেজ়, সিডনি সুইনি, কেন্ডেল জেনার এবং কাইলি জেনারের মতো তারকারা।

০৫ ১৪
travis scott

একাংশের দাবি, টেলরের পাশাপাশি আদানির পুত্রের বিয়েতে মঞ্চে গান গাইতে পারেন ট্র্যাভিস স্কট এবং হানি সিংহের মতো গায়ক।

Advertisement
০৬ ১৪
gautam adani

শোনা যাচ্ছে, অতিথিদের যাতায়াতের সুবিধার জন্য এক হাজার বিলাসবহুল গাড়ির আয়োজন করবেন গৌতম।

০৭ ১৪
gautam adani

বিয়ে উপলক্ষে অনুষ্ঠানবাড়িতে নজরকাড়া রঙ্গোলি আঁকা থাকবে বলেও শোনা যাচ্ছে। সেই রঙ্গোলি নাকি আকারে এতই বড় হবে যে তা আঁকার জন্যই হাজার হাজার শিল্পীর প্রয়োজন হবে। শোনা যাচ্ছে, প্রায় ২০ থেকে ৫০ হাজার শিল্পী সেই রঙ্গোলি আঁকবেন।

Advertisement
০৮ ১৪
food

খাওয়াদাওয়ার আয়োজনও থাকবে বিপুল। মেনুতে থাকবে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের খাবার। ৫৮টি দেশ থেকে রন্ধনশিল্পীরা নাকি আসবেন আদানির পুত্রের বিয়েতে।

০৯ ১৪
Taylor Swift likely to come at Gautam Adani’s son’s wedding, chefs from 58 countries may come

জিৎ এবং দিভার বিয়ে উপলক্ষে রাতে একটি ‘ড্রোন শো’য়ের আয়োজন করা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

১০ ১৪
Taylor Swift likely to come at Gautam Adani’s son’s wedding, chefs from 58 countries may come

পড়াশোনা শেষ করে ২০১৯ সালে পারিবারিক ব্যবসা সামলাতে শুরু করেন জিৎ। এখনও তিনি ব্যবসার সঙ্গেই যুক্ত রয়েছেন।

১১ ১৪
Taylor Swift likely to come at Gautam Adani’s son’s wedding, chefs from 58 countries may come

২০২৪ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে প্রাক্-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জিৎ এবং দিভার। দু’দিন ধরে চলেছিল সেই অনুষ্ঠান।

১২ ১৪
gautam adani

শোনা যাচ্ছে, চলতি বছরে আরও একটি প্রাক্-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করবেন গৌতম। সেখানে অতিথিদের জন্য হোলির আয়োজনও করা হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি আদানির পুত্রের।

১৩ ১৪
Taylor Swift likely to come at Gautam Adani’s son’s wedding, chefs from 58 countries may come

২০২৪ সালের জুলাই মাসে বিয়ে করেছিলেন মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী। খরচ এবং চমকের দিক থেকে আদানি পুত্রের বিয়েতে অম্বানীকে টেক্কা দিতে পারেন কি না সেটাই দেখার।

১৪ ১৪
gautam adani

গৌতম অবশ্য জানিয়েছেন, ছেলের বিয়েতে তেমন জাঁকজমক চাইছেন না তিনি। সম্প্রতি প্রয়াগরাগের কুম্ভমেলায় গিয়েছিলেন গৌতম। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমার ছেলের বিয়ে খুব সাধারণ ভাবে চিরাচরিত রীতি মেনে হবে। তাই এখানে আশীর্বাদ নিতে এসেছি।’’ পুত্রের বিয়েতে তারকাদের ঢল নামবে কি না তা প্রশ্ন করায় শিল্পপতি বলেন, ‘‘একদমই নয়। পরিবারের লোকজনদের নিয়েই বিয়ের অনুষ্ঠান হবে।’’

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি