ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তায় একের পর এক পর্যটকদের গাড়ি এসে দাঁড়িয়ে পড়তে শুরু করেছে। কিছুতেই সেই রাস্তায় গাড়ি ছোটাতে পারছেন না গাড়ির চালক। কারণ গাড়ির সামনে দু’টি সিংহ। দুই ‘বনের রাজা’ই রাস্তার উপর শুয়ে রয়েছে। তাদের সঙ্গ দিল আরও এক সিংহ। এগিয়ে গিয়ে সেখানেই শুয়ে পড়ল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নেটার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি তানজ়ানিয়ার এক জাতীয় উদ্যানের। গাড়ি নিয়ে জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। কিন্তু রাস্তায় আটকে গিয়েছেন তাঁরা। কারণ রাস্তার উপর পা লম্বা করে শুয়ে রয়েছে দু’টি সিংহ।
একে অপরের মাথা এক জা়য়গায় জড়ো করে শুয়েছে তারা। পিছনে আরও কয়েকটি গাড়ি দাঁড়িয়ে যেতে দেখা গেল, রাস্তার মাঝখান দিয়ে হেঁটে আসছে আরও একটি সিংহ। গাড়িগুলি অতিক্রম করে সেও গিয়ে তার সঙ্গীদের পাশে শুয়ে পড়ল। বাকি দুই সিংহের মাথার উপর পিঠ দিয়ে শুয়ে পড়ল সে। তিন সিংহের আলসেমির চোটে আটকে রইল গাড়িগুলি। কেউ আর ‘বনের রাজা’দের পাশ কাটিয়ে গেলেন না। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে অধিকাংশ পশুপ্রেমীর। এক জন নেটাগরিক বলেছেন, ‘‘সিংহদের জন্য রাস্তায় ট্র্যাফিক জ্যাম লেগে গেল।’’