Malaysia Open

ছাদ থেকে জল! মালয়েশিয়া ওপেনে থমকে গেল ভারতের প্রণয়ের ম্যাচ

ছাদ দিয়ে জল পড়ছে। যে কারণে ম্যাচ থামিয়ে দিতে বাধ্য হন আয়োজকেরা। থেমে যায় ভারতীয় শাটলার এইচএস প্রণয়ের ম্যাচও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ২২:২৪
HS Prannoy

এইচএস প্রণয়। —ফাইল চিত্র।

শুরু হয়েছে মালয়েশিয়া ওপেন। কিন্তু প্রথম দিনেই থমকে গেল বহু ম্যাচ। ছাদ দিয়ে জল পড়ছে। যে কারণে ম্যাচ থামিয়ে দিতে বাধ্য হন আয়োজকেরা। থেমে যায় ভারতীয় শাটলার এইচএস প্রণয়ের ম্যাচও। প্রথম রাউন্ডে হেরে গেলেন অলিম্পিক্সে সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেন।

Advertisement

মালয়েশিয়া ওপেনের প্রথম দিনে প্রণয়ের ম্যাচ ছিল কানাডার ব্র্যায়ান ইয়াংয়ের বিরুদ্ধে। অলিম্পিক্সের পর এই প্রথম খেলতে নেমেছিলেন প্রণয়। তিনি ২১-১২, ৬-৩ ফলে ম্যাচে এগিয়ে ছিলেন। কিন্তু ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল পড়তে শুরু করে কোর্টে। যে কারণে তৃতীয় কোর্টের ম্যাচ বন্ধ রাখতে হয়। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে খেলা বন্ধ ছিল। কিন্তু পরে আবার জল পড়তে শুরু করে। সেই সময় ইয়াং ১১-৯ ফলে এগিয়ে ছিলেন। সেই অবস্থাতে ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। বুধবার আবার খেলা শুরু হবে সেখান থেকেই।

মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন অ্যাক্সেলসেন। প্যারিস অলিম্পিক্সে সোনা জিতেছিলেন তিনি। কিন্তু বিশ্বের ২৭ নম্বর লি চিউক ইউইর বিরুদ্ধে হেরে যান অ্যাক্সেলসেন। মাত্র ২৮ মিনিটের মধ্যে ১৭-২১, ১৩-২১ গেমে হেরে যান তিনি।

Advertisement
আরও পড়ুন