Bride Groom Viral Video

‘শ্বশুরবাড়ি যাব না, ওরা বাসন মাজাবে, কাপড় কাচাবে’! বরের সামনে কেঁদে ভাসালেন নববধূ

কনের সাজে গাড়ির ভিতর বসে রয়েছেন এক তরুণী। গাড়ির জানলা থেকে মুখ বার করে মাকে দেখে কাঁদছেন তিনি। মাকে দেখে তিনি কান্নার সুরে বলে চলেছেন, তিনি শ্বশুরবাড়ি যেতে চান না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১২:০৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মনের মানুষকে বিয়ে করেছেন। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ি যেতে চান না তরুণী। শ্বশুরবাড়ি যাওয়ার মুহূর্তে গাড়িতে বসে মাকে দেখে কেঁদে ভাসালেন তরুণী। কাঁদতে কাঁদতেই বলেন, মায়ের আদরে ভাল ছিলেন তিনি। শ্বশুরবাড়ি যাওয়ার পর নাকি তাঁকে শুধু কাজই করতে হবে। এই ‘আতঙ্কে’ই কেঁদে ফেললেন তিনি। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘প্রিয়ঙ্কা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কনের সাজে গাড়ির ভিতর বসে রয়েছেন এক তরুণী। পাশে বসে রয়েছেন তাঁর স্বামী। গাড়ির জানলা থেকে মুখ বার করে মাকে দেখে কাঁদছেন তিনি। মাকে দেখে তিনি কান্নার সুরে বলে চলেছেন, তিনি শ্বশুরবাড়ি যেতে চান না।

তরুণী কাঁদতে কাঁদতে বলেন, ‘‘আমি যাব না, মা। ওখানে গেলে আমায় দিয়ে বাসন মাজাবে। কাপড়ও কাচতে হবে। আমি ছোট ছোট জামা পরব কী করে?’’ তরুণীর কথা শুনে হেসে ফেলেন তাঁর মা। বিদায়ের সময় কন্যাকে তিনি বলেন, ‘‘এমন করে না। এখন তো তুমি বড় হয়ে গিয়েছ। যাও সোনা।’’ নববিবাহিতার কাণ্ডে অপ্রস্তুত হয়ে যান তরুণ।

তরুণীর গলায় কান্নার সুর আরও চড়া হয়। তিনি বলে ওঠেন, ‘‘আমি কাকে পাল্টা জবাব দেব?’’ এই বলে মা-মেয়ে দু’জনেই হেসে ওঠেন। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে তরুণীর বিদায়ের ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে বলেছেন, ‘‘বিয়ের পরেই তো মেয়েটি অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। এখনও তো শ্বশুরবাড়িই পৌঁছননি তিনি।’’ আবার এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘বিদায়ের সময় নিজের পরিবারকে ছেড়ে যেতে যে কী কষ্ট হয় তা একমাত্র মেয়েরাই বোঝেন।’’

Advertisement
আরও পড়ুন