‘সেবাশ্রয়’-এ চলছে এক শিশুর চিকিৎসা। — নিজস্ব চিত্র।
ষষ্ঠ দিনে পড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই শিবিরে চিকিৎসা পরিষেবা পেয়েছেন ২২,৯০৭ জন রোগী। মোট ছয় দিনে এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা পেয়েছেন ৮১ হাজাররেও বেশি মানুষ।
গোটা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে হচ্ছে ‘সেবাশ্রয়’ শিবির। এখন ডায়মন্ড হারবার বিধানসভায় চলছে শিবির। এই শিবিরের মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া। গত ছয় দিন ধরে সেই কাজই হয়ে চলেছে এই শিবিরে।
এ নিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। তিনি লিখেছেন, ‘‘এই প্রথম বার এই স্বাস্থ্য শিবিরে এক দিনে ২২ হাজারের বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এখন পর্যন্ত বিনামূল্যে এই শিবিরে পরিষেবা পেয়েছেন ৮১,৪৭১ জন।’’ তিনি জানিয়েছেন, ‘সেবাশ্রয়’-এর জন্য এটা ‘গর্বের মুহূর্ত’। অভিষেক লিখেছেন, ‘‘সেবাশ্রয়ের আসল উদ্দেশ্য ছিল মেডিক্যাল চেকআপ, চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা, ওষুধ প্রদান করা। এ সবের ঊর্ধ্বে উঠেছে সেবাশ্রয়। ডায়মন্ড হারবারের মানুষের কাছে আশার প্রতীক হয়ে উঠেছে। এটা সবে সূচনা।’’ তিনি এক্সে আরও জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ডায়মন্ড হারবার ‘মডেল কেন্দ্র’ হয়ে উঠেছে। এই কেন্দ্রে ‘ডক্টর্স অন হুইলস’, ‘ভ্যাকসিনেশন অন হুইলস’-এর মতো পরিষেবার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।