viral video of slap

অভিযোগ জানাতেই জুটল চড়, মহিলা পুলিশকে পাল্টা চড় কষালেন যুবক! রইল ভাইরাল ভিডিয়ো

মধ্যপ্রদেশের এক কৃষকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গ্রামবাসী ও পুলিশের মধ্যে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১০:৩৩
The cop slaps the youth; a villager slaps the policewoman

ছবি: সংগৃহীত।

অভিযোগ শুনতে চাননি মহিলা পুলিশ আধিকারিক। উল্টে নালিশ করতে আসা যুবককে চড় মারতেই খেপে গেলেন সেই যুবক। পাল্টা জবাবে মহিলা পুলিশ আধিকারিককে পর পর থাপ্পড় মেরে বসলেন ক্ষিপ্ত যুবক। সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে আসতেই তা সমাজমাধ্যমের নজর কেড়েছে। মধ্যপ্রদেশের এক কৃষকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গ্রামবাসী ও পুলিশের মধ্যে। সেই গন্ডগোল থামাতে গিয়ে এক গ্রামবাসীর হাতে প্রহৃত হতে হয় ওই পুলিশ আধিকারিককে। ‘ইউসুফ মির্জ়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যা দ্রুত ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রদেশের টিকামগড়ে এক কৃষকের মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন গ্রামবাসী। সোমবার সকালে বাদাগাঁও থানার অন্তর্গত দারগুয়া গ্রামে স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। দেহ উদ্ধারের পর পরিবারের লোকজন বাদাগাঁও থানায় অভিযোগ করতে যান। সেখানে তাঁদের বলা হয় যে বিষয়টি বুধেরা থানার আওতাধীন। অভিযোগ জানাতে তাঁদের সেখানে যাওয়ার কথা জানায় পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা বাদাগাঁও-খড়গাপুর মহাসড়ক অবরোধ করেন। সেই পরিস্থিতি সামাল দিতে হাজির হয় বড়গাঁও থানার পুলিশবাহিনী। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক জন মহিলা পুলিশকে ঘিরে অভিযোগ জানাচ্ছিলেন কয়েক জন। এর মধ্যে সেই যুবক এসে পুলিশকে কিছু জানাতে এলেই ওই মহিলা পুলিশ আধিকারিক অপ্রীতিকর ভাবে থাপ্পড় মেরে দেন এবং তার পরেই ওই যুবক পাল্টা জবাব দেন। তিনিও চড় মেরে বসেন পুলিশকে।

Advertisement
আরও পড়ুন