ছবি: সংগৃহীত।
আমাদের দেশে হামেশাই দেখা যায় বিদ্যুতের খুঁটিতে চড়ে বসেছেন কোনও ব্যক্তি। একই ঘটনার সাক্ষী থাকল আমেরিকা। সে দেশের সল্ট লেক সিটির উটা শহরের একটি সুউচ্চ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লেন এক মহিলা। তাঁর এই কাণ্ডের জেরে হুলস্থুল পড়ে যায় শহর জুড়ে। প্রায় ৮০০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাঁকে খুঁটি থেকে নামানোর জন্য পুলিশি হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে। বেশ খানিক ক্ষণ কসরত করার পর তাঁকে নিরাপদে নামিয়ে আনা হয়। সেই ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করা হয় ‘র সালেরটস’ নামের এক্স হ্যান্ডল থেকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আমেরিকার সল্ট লেক সিটিতে এই অদ্ভুত ঘটনার পর বুধবার উটার ৮০০টিরও বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই মহিলা হাই ভোল্টেজ বিদ্যুতের লম্বা ইনসুলেটরগুলির উপরে চড়়ে বসেছেন এবং পা এবং একটি হাত দিয়ে সেটিকে আঁকড়ে ধরেছেন। তাঁর শরীর খুঁটির বাইরে বিপজ্জনক ভাবে ঝুলছিল। পুলিশ অফিসাররা তাঁকে নিরাপদে নামিয়ে আনার আশায় তাঁর আশপাশে যেতেই হঠাৎ তিনি একটি মোটা তার ধরে ঝুলতে থাকেন। ফলে পরিস্থিতি ঘোরালো হয়ে যায়। নির্দেশ মানতে না চাওয়ায় বাধ্য হয়ে পুলিশ আধিকারিকেরা তাঁকে রবার বুলেট দিয়ে আঘাত করেন। এর পরই তাঁকে নামিয়ে আনতে সক্ষম হন উদ্ধারকারী কর্মীরা।