Viral Video

এক পায়ে ভর দিয়ে ৭০৪টি পুশ-আপ! পাকিস্তানের ছোড়া চ্যালেঞ্জ হেলায় উড়িয়ে রেকর্ড ভারতীয় যুবকের

পিঠে গুরুতর আঘাতের কারণে রোহতাশ দু’বছর শয্যাশায়ী ছিলেন। সুস্থ হয়েই শরীরচর্চায় মন দেন তিনি। আর সেই জন্যই তাঁর এই সাফল্য। সে কথা স্বীকার করেছেন রোহতাশও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৩:২৫

ছবি: এক্স থেকে নেওয়া।

চ্যালেঞ্জ করেছিলেন পাকিস্তানি রেকর্ডধারী যুবক। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ভারতের রোহতাশ চৌধুরি। এক পায়ে ভর দিয়ে ৭০৪টি পুশ-আপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিলেন তিনি। ভেঙে দিলেন ওই পাক যুবকের গড়া রেকর্ড। পিঠে ২৭.৮৭৫ কিলো ওজন নিয়ে এক ঘণ্টার মধ্যে এই নজির গড়েছেন রোহতাশ। কৃতীত্ব উৎসর্গ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ প্রত্যেক ভারতীয়কে।

Advertisement

এর আগে এই নজির ছিল পাকিস্তানের এক যুবকের। ২৭.২০০ কিলোর ওজন পিঠে নিয়ে ৫৩৪টি পুশ আপ করেছিলেন তিনি। তবে পাক যুবকের সেই রেকর্ড গড়ার এক মাসের মধ্যেই তা ভেঙে দিলেন ভারতের রোহতাশ। তাঁর নজির গড়ার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে সংবাদ সংস্থা এএনআই। যদিও আনন্দবাজার অনলাইন সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

পিঠে গুরুতর আঘাতের কারণে রোহতাশ দু’বছর শয্যাশায়ী ছিলেন। সুস্থ হয়েই শরীরচর্চায় মন দেন তিনি। আর সেই জন্যই তাঁর এই সাফল্য। সে কথা স্বীকার করেছেন রোহতাশও। তাঁর কথায়, ‘‘পাকিস্তানি যে যুবক রেকর্ডটি গড়েছিলেন, তিনি কয়েক দিন আগেই সমাজমাধ্যমে আমাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। আমি ওঁর রেকর্ড ভেঙে দিলাম। আমি প্রতি দিন চার ঘণ্টা অনুশীলন করতাম। আমি খুব বেশি খুশি। আমি এই রেকর্ড ভাঙার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। এটি শুধু আমার কৃতিত্ব নয়, প্রত্যেক ভারতীয়ের। রেকর্ডটি একসময় পাকিস্তানের ছিল, আজ ভারতের। পাকিস্তানের রেকর্ড ছিল ৫৩৪টি। আমি ৭০৪টি করেছি৷ ২২ দিনের মধ্যে পাকিস্তানের রেকর্ড ভেঙে দিয়েছি আমি।’’

ভারতের ‘পুশ-আপ ম্যান’ হিসাবে পরিচিত রোহতাশ এর আগেও একাধিক অনুষ্ঠানে রেকর্ড ভেঙেছেন। যার মধ্যে অন্যতম জানুয়ারি মাসে স্পেনের ৫৩৭টি পুশ-আপের রেকর্ড ভেঙে দেওয়া। উল্লেখ্য, রোহতাশ নতুন নজিরটি গড়েছেন গুজরাতের গান্ধীনগরের টাউন হলে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত।

Advertisement
আরও পড়ুন