Viral Video

‘মিশন ইমপসিবল’! অবলম্বন ছাড়াই বহুতলের গা বেয়ে তরতর করে নামছে দুই বাঁদর, ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বহুতলের বাইরের দেওয়ালের কোণ বরাবর দ্রুত নীচের দিকে নামছে দু’টি বাঁদর। পা এবং হাত দিয়ে সন্তর্পণে দেওয়ার ধরে রেখেছে তারা। মুহূর্তের মধ্যে তারা নীচে নেমে আসে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১১:৩৯

ছবি: এক্স থেকে নেওয়া।

বহুতল আবাসনের গা দিয়ে তরতর করে নীচে নামছে দু’টি বাঁদর। অনেক উঁচু থেকে নামলেও তাদের চোখেমুখে ভয়ডরের লেশমাত্র নেই। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো দেখে নেটদুনিয়ার অনেকেরই মনে পড়েছে হলিউড তারকা টম ক্রুজ় অভিনীত ‘মিশন ইমপসিবল’ ছবির কথা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বহুতলের বাইরের দেওয়ালের কোণ বরাবর দ্রুত নীচের দিকে নামছে দু’টি বাঁদর। পা এবং হাত দিয়ে সন্তর্পণে দেওয়ার ধরে রেখেছে তারা। মুহূর্তের মধ্যে তারা নীচে নেমে আসে।

২০২১ সালে এই ভিডিয়োটি প্রথম প্রকাশ্যে আসে। এক্স হ্যান্ডলে (পূর্বের টুইটার) পোস্ট করেছিলেন শিল্পপতি হর্ষ গোয়েন্‌কা। সেই ভিডিয়োই আবার ভাইরাল হয়েছে। বহু মানুষ ইতিমধ্যেই ভিডিয়োটি দেখেছেন। লাইক করেছেন হাজার হাজার মানুষ। নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্যও করেছেন সেই ভিডিয়ো দেখে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ যেন ঠিক মিশন ইমপসিবল ছবির দৃশ্য।’’

Advertisement
আরও পড়ুন