ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সন্তানের খিদে পেয়েছে। পরের স্টেশনে ট্রেন থামলে নেমে দুধ কিনবেন তার মা। কিন্তু সন্তানের জন্য দুধ কিনতে নেমেই বিপদে পড়লেন তিনি। স্টেশন থেকে ট্রেন দিল ছেড়ে। শত চেষ্টা করেও ছুটে ট্রেন ধরতে পারলেন না তিনি। চোখের পলকে ইঞ্জিনের বাঁশি বাজিয়ে বেরিয়ে গেল ট্রেনটি। ট্রেন কামরার ভিতর মায়ের জন্য অপেক্ষায় বসে রয়েছে একরত্তি। অন্য দিকে সন্তানের কথা চিন্তা করে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন তার মা। সেই সময় উদ্ধারকর্তা হিসাবে এগিয়ে গেলেন রেলকর্মী। মায়ের কাছে ফিরিয়ে দিলেন তাঁর সন্তানকে। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘জিন্দেগি গুলজ়ার হ্যায়!’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক মহিলা স্টেশনে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। তাঁর পিছন দিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে একটি যাত্রিবাহী ট্রেন। কিছু ক্ষণ পর দেখা গেল, সেই ট্রেনটি হঠাৎ থেমে যায়। ট্রেন থামতে দেখে দৌড় দেন সেই মহিলা।
ভিডিয়োটি পোস্ট করে জানানো হয়েছে যে, ওই মহিলা তাঁর সন্তানকে নিয়ে ট্রেনে যাচ্ছিলেন। স্টেশনে ট্রেন থামলে সন্তানের জন্য দুধ কিনতে নামেন তিনি। কিন্তু ট্রেনটি ছেড়ে দেয়। স্টেশনে দৌড়েও সেই ট্রেনের নাগাল পাননি ওই মহিলা। শেষ পর্যন্ত রেলকর্মীর সঙ্গে দেখা করেন তিনি। পুরো ঘটনা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন মহিলা যাত্রী। তাঁর এমন পরিস্থিতি দেখে মাঝলাইনে ট্রেন থামানোর ব্যবস্থা করেন ওই রেলকর্মী।
ট্রেন থামলে ছুটে যান মহিলা। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখার পর রেলকর্মীর প্রশংসায় ভরে গিয়েছে নেটপাড়া। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘রেলকর্মীর মানবদরদি মন। এমন দেশেই বাস করি আমরা। এই দেশেই বার বার জন্ম নিতে চাই।’’