ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
চিড়িয়াখানার ভিতর এত বড় হাতি! দেখে চঞ্চল হয়ে পড়েছিল খুদে। হাতি দেখতে গিয়ে তার পা থেকে জুতো খুলে খাঁচার ভিতর পড়ে যায়। একেবারে হাতির পায়ের কাছে গিয়ে পড়ে সেটি। তা নজরে পড়ে হাতির। পা দিয়ে জুতোটি সরিয়ে তা শুঁড়ে পেঁচিয়ে আবার খুদেকে ফেরত দিয়ে দেয় সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি চিনের শানডং এলাকার ওয়েইহাই শহরের চিড়িয়াখানায় ঘটেছে। ২০২৩ সালের ঘটনা এটি। তবে অবসারপ্রাপ্ত বনাধিকারিক সুশান্ত নন্দ সেই ভিডিয়োটি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় আবার পোস্ট করেছেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘খাঁচায় বন্দি হলেও হাতির হৃদয় উন্মুক্ত।’’
তিনি জানান, চিনের সেই চিড়িয়াখানায় হাতি দেখতে খাঁচার বাইরে দাঁড়িয়েছিল এক শিশু। কিন্তু কোনও ভাবে তার পা থেকে এক পাটি জুতো খুলে খাঁচার ভিতর পড়ে যায়। সোজা তা হাতির পায়ের কাছে গিয়ে পড়ে। ঘটনাটি হাতির নজরে পড়ে। জুতোটি দেখে সঙ্গে সঙ্গে তা শুঁড়ে পেঁচিয়ে খাঁচার বাইরে বার করে দেয়। খুদেকে ফিরিয়ে দেয় তার জুতো। হাতির কাছ থেকে নিজের জুতো নিয়ে নেয় ওই শিশু। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অধিকাংশ তা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এক জন বলেছেন, ‘‘ভিডিয়োটি দেখে আমার মন ভরে গেল। এ রকম দৃশ্যও যে কখনও দেখব তা ভাবিনি।’’