ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
নাচ করতে ভালবাসেন প্রৌঢ়া। রিল বানিয়ে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করবেন তিনি। কিন্তু সেই রিল বানাতেই চেয়ার নিয়ে ব্যস্ত রাস্তায় নেমে পড়লেন! রাস্তায় চারদিক দিয়ে গাড়িঘোড়া দ্রুত গতিতে ছুটছে। তার মাঝেই কুর্তি পরে নাচ করতে শুরু করলেন তিনি। কখনও নাচতে নাচতে ফোনের ক্যামেরার দিকে এগিয়ে যাচ্ছেন। কখনও আবার হাতে ব্যাগ নিয়ে নাচ করতে দেখা যাচ্ছে তাঁকে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় প্রৌঢ়ার কাণ্ড ধরা পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘লওয়ালালড়কা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাঝরাস্তায় মোবাইল ফোনের সামনে নাচ করছেন এক প্রৌঢ়া। নাচের রিল বানাচ্ছেন তিনি। মাঝরাস্তায় মোবাইল রাখার জায়গা নেই বলে বাড়ি থেকে একটি চেয়ার এবং ছোট টুলও নিয়ে গিয়েছেন তিনি। মাঝরাস্তায় চেয়ার রেখে তার পর টুলটি রেখেছেন প্রৌঢ়া। তার উপর ‘ফোন হোল্ডার’ বসিয়ে ফোনটি রেখেছেন তিনি। তাঁর চারদিক দিয়ে বাস, গাড়ি জোর পার হয়ে যাচ্ছে।
তবুও কোনও ভ্রুক্ষেপ নেই মহিলার। তাঁর সমস্ত মনোযোগ যেন রিল বানানোর দিকেই। অন্য দিকে তাঁকে নিয়ে সচেতন হয়ে পড়েছেন গাড়ির চালকেরাই। তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে ওই মহিলা যেন কোনও বিপদে না পড়ে সেই কারণে সকলে ধীর গতিতে গাড়ি চালাতে শুরু করেন। থমকে যায় ট্র্যাফিকও।
ঘটনাটি পঞ্জাবের শহীদ ভগৎ সিংহ নগর জেলার নওয়ানশহর এলাকায় ঘটেছে। মহিলার নাম-পরিচয় কিছুই জানা যায়নি। তবে ভিডিয়োটি খুব কম সময়ের মধ্যে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে। এক নেটাগরিকের মন্তব্য, ‘‘রিল বানানোর জন্য মানুষ যে কখন জীবনে ঝুঁকি নিয়ে ফেলেন তা বোঝা যায় না।’’ আবার এক জন বলেছেন, ‘‘ওই মহিলার সত্যিই কোনও কাণ্ডজ্ঞান নেই। না হলে এ রকম কেউ করেন?’’