viral video of nara deer

বাধ্য ছাত্রের মতো ট্র্যাফিক নিয়ম মেনে গুটি গুটি রাস্তা পেরোল চতুষ্পদ! রইল ভিডিয়ো

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি হ্যান্ডল থেকে সেই মজার ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গিয়েছে একটি নারা হরিণ সমস্ত নিয়ম কানুন মেনে তবেই রাস্তা পার হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৮:১৮
Video of nara deer is crossing a road maintaining road safety went viral

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তাঘাটে হাঁটার সময় আমরা অনেক সময়ই ট্রাফিক আইন ভেঙে ফেলি। লালবাতি উপেক্ষা করেই রাস্তা পারাপার করে ফেলি। তবে, মানুষের চেয়ে যে চতুষ্পদ প্রাণীরা বেশি শৃঙ্খলাপরায়ণ হতে পারে, তার উদাহরণ মিলল জাপানের রাস্তায়। এক হরিণকে দেখা গেল নিয়ম মেনে সভ্য নাগরিকের মতো রাস্তা পার হতে। সেই অদ্ভুত ঘটনার দৃশ্য সম্প্রতি ছড়িয়ে সমাজমাধ্যমের পাতায়। ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি হ্যান্ডল থেকে মজার ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি নারা হরিণ সমস্ত নিয়ম মেনে তবেই রাস্তা পার হচ্ছে সে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি হরিণ ধৈর্য ধরে রাস্তার এক পাশে অপেক্ষা করছে। তার সামনে দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে দ্রুতবেগে। ভিডিয়োটি প্রথমে দেখে মনে হতে পারে, অবলা প্রাণীটি না বুঝে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে পারে। সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয় কিছু ক্ষণ পর। চলন্ত গাড়িগুলিকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বিশেষ প্রজাতির এই হরিণটি। গাড়িরগুলি লালবাতিতে থেমে যাওয়ার পরই হরিণটি গুটি গুটি পায়ে জেব্রা ক্রসিং দিয়ে নিরাপদে রাস্তা পার হয়ে যায়। মাত্র ৩৪ সেকেন্ডের এই ভিডিয়োটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছে সমাজমাধ্যমে। ৯০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। এর আগেও এই প্রজাতির হরিণের নানা কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

এক জন ভারতীয় মহিলা জাপানে নারা উদ্যানে বেড়াতে গিয়ে বিশেষ ধরনের এই হরিণের মুখোমুখি হয়েছিলেন। মানুষ দেখলেই মাথা ঝুঁকিয়ে অঙ্গভঙ্গি করে নারা হরিণ। ভিডিয়োয় দেখা গিয়েছিল হরিণটির সামনে যত বার ওই মহিলা মাথা নোয়াচ্ছেন, তত বার মাথা নিচু করছিল প্রাণীটি। অন্য পর্যটকদেরও হরিণটি একই ভাবে মাথা নত করেছিল।

Advertisement
আরও পড়ুন