রিভিউয়ের আবেদন খারিজ হওয়ার পর আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন প্যাট কামিন্স। ছবি: এক্স (টুইটার)।
ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের সকালেই একপ্রস্ত নাটক হয়ে গেল মেলবোর্নে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের রিভিউয়ের আবেদন খারিজ করে দিলেন মাঠের দুই আম্পায়ার। যা নিয়ে তৈরি হল নতুন বিতর্ক।
ভারতীয় ইনিংসের ১১৯তম ওভারের শেষ বলের ঘটনায় কামিন্সের ফুল লেংথের বল মহম্মদ সিরাজের ব্যাটের কোণ ছুঁয়ে চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা স্টিভ স্মিথের কাছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা আউটের আবেদন করেন। তাঁরা নিশ্চিত ছিলেন সিরাজের ক্যাচ ঠিক ভাবেই ধরেছেন স্মিথ। কিন্তু মাঠের আম্পারায় মাইকেল গঘ নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় আম্পায়ারকে অনুরোধ করেন রিপ্লে দেখার জন্য। তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত জানান সিরাজ আউট হননি। স্মিথ ক্যাচ ধরার আগে বল মাটি স্পর্শ করেছে। সেই সিদ্ধান্ত গফ জানান অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জেনে বিস্মিত হন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। আরও খুঁটিয়ে দেখার জন্য রিভিউয়ের আবেদন করেন কামিন্স। কিন্তু সেই আবেদন খারিজ করেন দেন গফ এবং মাঠে থাকা আর এক আম্পায়ার জোয়েল উইলসন। তাঁরা জানান, তৃতীয় আম্পায়ার আগেই রিপ্লে দেখে সিদ্ধান্ত জানিয়েছেন। তাই তাঁকে আবার অনুরোধ করার কিছু নেই। অস্ট্রেলিয়ার কাছে রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও মাঠের আম্পায়ারেরা তা মানতে না চাওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। তাঁদের ভূমিকার সমালোচনা করেছেন ধারাভাষ্যকারেরা।
ঘটনার সময় ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট এবং ভারতের রবি শাস্ত্রী। কামিন্সের রিভিউয়ের আবেদন খারিজ হওয়া নিয়ে গিলক্রিস্ট বলেন, ‘‘ব্যাপারটা বেশ অদ্ভুত। এমন আগে কখনও দেখিনি। মাঠের আম্পায়ার প্রয়োজন মনে করলে তৃতীয় আম্পায়ারের পরামর্শ নিতেই পারেন। কিন্তু সিদ্ধান্ত পুনরায় বিবেচনার আবেদন তো করাই যায়। বিষয়টা তো আরও ভাল ভাবে খতিয়ে দেখা যেতে পারত!’’ শাস্ত্রীও বিস্ময় প্রকাশ করে বলেন, ‘‘আম্পায়ার বললেন, ব্যাটে লাগার পর বল মাটি ছুঁয়েছে। সিদ্ধান্তটা এতটু দ্রুতই নেওয়া হল। মাত্র দু’বার রিপ্লে দেখেই সিদ্ধান্ত হয়ে গেল!’’