ডিসেম্বর মাসে যখন চারদিকে বর্ষশেষের উৎসবের মরসুম, তখন প্রেক্ষাগৃহে আলোচনা চলছে ‘খাদান’, ‘চালচিত্র’, ‘সন্তান’-এর মতো বাংলা ছবি নিয়ে। একই সময় বড় পর্দায় মুক্তি পেয়েছে বরুণ ধওয়ানের ‘বেবি জন’। এই ছবিতে অভিনয় করে কত পেলেন তারকারা?
২৫ ডিসেম্বর অ্যাটলির প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি ‘বেবি জন’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন বরুণ ধওয়ান। বরুণের বিপরীতে জুটি বেঁধেছেন দক্ষিণী নায়িকা কীর্তি সুরেশ।
বলিপাড়া সূত্রে খবর, ‘বেবি জন’ ছবিতে অভিনয় করে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন বরুণ। জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করে ২৫ কোটি টাকা আয় করেছেন তিনি।
‘বেবি জন’ ছবিতে বরুণের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী নায়িকা কীর্তি। বলিপাড়ার জনশ্রুতি, এই ছবিতে অভিনয় করে কীর্তির চেয়ে বরুণ প্রায় ছ’গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন।
বলিপাড়ার জনশ্রুতি, ‘বেবি জন’ ছবিতে অভিনয় করে চার কোটি টাকা আয় করেছেন কীর্তি।
‘জুবিলি’ ওয়েব সিরিজ় এবং ‘খুফিয়া’ ছবিতে অভিনয় করে ওটিটির দর্শকদের নজর কেড়েছেন ভামিকা গাব্বি। ‘বেবি জন’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকেও।
তবে কোটিতে নয়, ‘বেবি জন’ ছবিতে অভিনয় করে লাখে আয় করেছেন বামিকা। এই ছবিতে অভিনয় করে ৪০ লক্ষ টাকা উপার্জন করেছেন তিনি।
‘বেবি জন’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জ্যাকি শ্রফকে। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করে দেড় কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন জ্যাকি।
‘বেবি জন’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন শীবা চড্ডা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘বন্দিশ ব্যান্ডিট্স’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ‘বেবি জন’ ছবিতে অভিনয় করে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন শীবা।
‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন সান্য মলহোত্র। ‘বেবি জন’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি।
বলিউডের একাংশের দাবি, ‘বেবি জন’ ছবিতে অভিনয় করে এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন সান্য।
‘বেবি জন’ ছবিতে বরুণের কন্যার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছে জ়ারা জ়িয়ানা। কানাঘুষো শোনা যায়, এই চরিত্রে অভিনয় করে ২০ লক্ষ টাকা আয় করেছে শিশু অভিনেত্রী।
তবে ‘বেবি জন’-এ অভিনয় করে পারিশ্রমিকের নিরিখে সবচেয়ে পিছিয়ে রয়েছেন বলিউডের ‘ভাইজান’। এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেতা সলমন খানকে।
বলিপাড়া সূত্রে খবর, ‘বেবি জন’-এ অভিনয় করে সকল তারকাই সলমনের চেয়ে বেশি আয় করেছেন। বলিউডের অন্দরমহল সূত্রে খবর, ছবিতে অভিনয় করে কোনও পারিশ্রমিকই নেননি সলমন।
বলিপাড়ায় কৌতুকাভিনেতা হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন রাজপাল যাদব। ‘বেবি জন’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে কৌতুকে মাখা নয়, গুরুগম্ভীর চরিত্রে অভিনয় করেছেন রাজপাল।
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘বেবি জন’ ছবিতে অভিনয় করতে ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রাজপাল।
সব ছবি: সংগৃহীত।