viral video of bihar

প্রেমিকের সঙ্গে পালাচ্ছিলেন পুলিশ স্ত্রী! হাতেনাতে ধরে তরুণকে উত্তম-মধ্যম সেনা জওয়ান স্বামীর

বিহারের পটনায় দুই ব্যক্তির হাতাহাতির ঘটনা ঘিরে তোলপাড় হয় স্টেশন চত্বর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১২:০৮
Jawan catches constable wife red handed with lover in Patna station

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রেমিকের সঙ্গে ট্রেনে চেপে পালাতে চেয়েছিলেন পুলিশ কনস্টেবল স্ত্রী। স্টেশনেই দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন সেনা জওয়ান স্বামী। স্ত্রীর প্রেমিককে স্টেশন চত্বরেই উত্তম-মধ্যম দেন তিনি। দুই ব্যক্তির হাতাহাতির ঘটনা ঘিরে তোলপাড় হয়ে যায় গোটা স্টেশন। সেই গোলমালের ভিডিয়ো সম্প্রতি এক্স হ্যান্ডলে ‘মানু’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ঘটনাটি ঘটেছে বিহারের পটনা স্টেশনে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে পটনা স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। উপস্থিত জনতার সামনেই নীল জামা পরা এক ব্যক্তিকে পেটাচ্ছেন আর এক ব্যক্তি। তাঁকে থামানোর চেষ্টা করছেন এক মহিলা। সেই মহিলার উদ্দেশেও চিৎকার করতে দেখা যাচ্ছে তাঁকে। সংবাদমাধ্যম সূত্রে খবর মহিলার স্বামী পেশায় আধাসামরিক বাহিনীর জওয়ান। ওই মহিলাও বিহার পুলিশের একজন কনস্টেবল। ৩০ অক্টোবর তিনি প্রেমিকের হাত ধরে পালানোর চেষ্টা করছিলেন বলে খবর।

স্ত্রীর সন্ধানে সেনা জওয়ান স্বামী স্টেশনে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই শুরু হয় নাটকীয় ঘটনা। প্রেমিকার স্বামীকে দেখে তরুণ তাঁর পুলিশ প্রেমিকার থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন। প্রেমিকাও ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন।

তবে জওয়ান তাঁদের একসঙ্গে দেখে স্ত্রীর প্রেমিককে রেলস্টেশনে আটকে রাখেন। স্টেশনে উপস্থিত জনতার সামনে তিনি ওই ব্যক্তিকে চড় ও লাথি মারতে শুরু করেন। যা দেখে হতবাক হয়ে যান যাত্রীরা। বেশ কিছু ক্ষণ এই গোলমাল চলার পর স্ত্রীকে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান ওই ব্যক্তি। তার পরেই সুযোগ বুঝে স্টেশন থেকে চম্পট দেন প্রহৃত প্রেমিকও।

Advertisement
আরও পড়ুন