Viral Video

রাস্তায় সুর তুললেন স্যাক্সোফোন শিল্পী, যোগ দিল কুকুর, রইল অন্য যুগলবন্দির মন ভাল করা ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের একটি সেতুর তলার গলি রাস্তার ধারে দাঁড়িয়ে স্যাক্সোফেন বাজাচ্ছেন এক শিল্পী। সামনে দাঁড় করানো একটি মাইক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১২:৩৭
Video of dog and Saxophonist jamming together in street

ছবি: এক্স থেকে নেওয়া।

সেতুর তলায় রাস্তার ধারে দাঁড়িয়ে স্যাক্সোফোন বাজাচ্ছেন এক শিল্পী। তাল মিলিয়ে ‘গান গাইছে’ পোষ্য সারমেয়। এমনই এক মন ভাল করা ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের একটি সেতুর তলার গলি রাস্তার ধারে দাঁড়িয়ে স্যাক্সোফেন বাজাচ্ছেন এক শিল্পী। সামনে দাঁড় করানো একটি মাইক। সেই সময় ওই রাস্তা দিয়েই পোষ্য সারমেয়কে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। স্যাক্সোফন শিল্পীর সুর তাঁর মনে ধরে। শিল্পীকে ক্যামেরাবন্দি করার জন্য ফোন বার করেন তিনি। অন্য দিকে, স্যাক্সোফোনের আওয়াজ শুনে উত্তেজিত হয়ে যায় তাঁর পোষ্য। মাইকের সামনে গিয়ে সুর করে আওয়াজ করতে থাকেন তিনি। যা দেখে মনে হচ্ছে, স্যাক্সোফোনের তালে তালে গান গাইছে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত ২৮ অক্টোবর মজার সেই ভিডিয়োটি পোস্ট করা হয় ‘বুইটেঞ্জেবিডেন’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োটি পোস্ট করার পর তড়িৎগতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ১০ লক্ষ বার দেখা হয়েছে সেটি। নেটাগরিকেরা মজার মজার মন্তব্যে সমাজমাধ্যম ভরিয়ে দিয়েছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এত মনোযোগী শ্রোতা পাওয়া ভাগ্যের।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘স্যাক্সোফোন শিল্পীর সঙ্গে জ্যামিং করছে কুকুরটি।’’

Advertisement
আরও পড়ুন