Viral Video

রাষ্ট্রপতি ভবনে শাহরুখের ছবির গান গাইলেন ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা, ভিডিয়ো ভাইরাল

শনিবার সুবিয়ান্তো এবং ইন্দোনেশিয়ার অন্য প্রতিনিধিদের রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন দ্রৌপদী। সেখানে উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রতিনিধিরাও। এক দিকে যখন খাওয়াদাওয়া চলছে, অন্য দিকে তখন ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের কণ্ঠে শাহরুখ খানের ছবির গান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৪:০৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রথম ভারত সফরে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। তিন দিনের ভারত সফরে এসেছেন তিনি। শনিবার সেই উপলক্ষে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে সুবিয়ান্তোর পাশাপাশি ভারত এবং ইন্দোনেশিয়া সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের অন্দরমহলে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা হাতে মাইক নিয়ে শাহরুখ খানের ছবির একটি গান গাইছেন।

Advertisement

এএনআই সূত্রে খবর, শনিবার সুবিয়ান্তো এবং ইন্দোনেশিয়ার অন্য প্রতিনিধিদের রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন দ্রৌপদী। সেখানে উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রতিনিধিরাও। এক দিকে যখন খাওয়াদাওয়া চলছে, অন্য দিকে তখন ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের কণ্ঠে শাহরুখ খানের ছবির গান। ১৯৯৮ সালে ছবিনির্মাতা কর্ণ জোহরের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কুছ কুছ হোতা হ্যায়’ নামের রোম্যান্টিক ঘরানার ছবি। এই ছবিতে শাহরুখের পাশাপাশি মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় রানি মুখোপাধ্যায় এবং কাজলকে। সেই ছবির ‘টাইটেল ট্র্যাক’ গাইলেন প্রতিনিধিরা। সমাজমাধ্যমে সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে।

শনিবার প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদন এবং সরবরাহে পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে সুবিয়ান্তোকে। কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন