Viral Video

সুইমিং পুলে নেমে জলকেলি, জলহস্তী রেখে গেল ১০০ কেজি মল! ভাইরাল ভিডিয়ো

নদীতে জল শুকিয়ে যাওয়ার ফলে জলের আশায় তাঁদের বাড়ির দু’মিটার দীর্ঘ সুইমিং পুলটিকে অস্থায়ী ঠিকানা করে ফেলেছিল জলহস্তীটি। নতুন বছর পড়তে না পড়তেই ১ জানুয়ারি জলহস্তীটি সুইমিং পুল ছেড়ে উঠে পড়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৯:৫৫

ছবি: সংগৃহীত।

বাড়ির বাগানের পিছনে রয়েছে মস্ত বড় সুইমিং পুল। অবসর সময়ে সেখানে বাবা-মা তাঁদের পুত্রকে নিয়ে সাঁতার কাটতে নামেন। কিন্তু বছর শেষে তাঁদের বাড়িতে আগমন হয় নতুন অতিথির। সোজা সুইমিং পুলে নেমে যায় সে। এক দিন থাকার পর আবার নিজে থেকেই চলে যায় সেই অতিথি। তবে সুইমিং পুলে ফেলে যায় ১০০ কিলোগ্রাম ওজনের মল। অতিথিটি এক জলহস্তী। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ঘটনাটি আফ্রিকার বৎসোয়ানার মাউন এলাকায় ঘটেছে। ‘আফ্রোএশিয়াব্লগ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, ৪৭ বছর বয়সি ব্রেন্ট রিডের বাড়িতে ৩১ ডিসেম্বর একটি জলহস্তী ঢুকে পড়ে। সোজা সুইমিং পুলে নেমে পড়ে সে। জল থেকে ওঠার নাম নিচ্ছিল না সে। ব্রেন্টের পুত্র ট্রয় সেই জলহস্তীকে দেখে খুবই আনন্দ পেয়েছিল। ব্রেন্টের ধারণা, নদীতে জল শুকিয়ে যাওয়ার ফলে জলের আশায় তাঁদের বাড়ির দু’মিটার দীর্ঘ সুইমিং পুলটিকে অস্থায়ী ঠিকানা করে ফেলেছিল জলহস্তীটি।

নতুন বছর পড়তে না পড়তেই ১ জানুয়ারি জলহস্তীটি সুইমিং পুল ছেড়ে উঠে পড়ে। কিন্তু তত ক্ষণে পুলের জল দুর্গন্ধ এবং নোংরায় ভরে গিয়েছে। ব্রেন্ট জানান, সেটি পুরুষ জলহস্তী ছিল। সাধারণত পুরুষ জলহস্তীর ওজন ১৬০০ থেকে ৪৫০০ কেজি হয়। সুইমিং পুলে এক দিন ধরে জলকেলি করার সময় ১০০ কেজি মল ত্যাগ করে পালিয়েছে সে। তবে এটি পাঁচ বছর আগেকার ঘটনা। সম্প্রতি সমাজমাধ্যমে নতুন করে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী দুর্ভাগ্য! আমার তো ভিডিয়ো দেখেই গা গুলিয়ে উঠছে।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘পরিবারের যে কোনও ক্ষতি হয়নি তা জেনেই ভাল লাগছে।’’

Advertisement
আরও পড়ুন