ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খাঁচার চারদিকে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। কেউ কেউ আবার ছবিও তুলছেন। পর্যটকদের দেখে পিছনের দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল খাঁচার ভিতর থাকা একটি ভালুক। মানুষের মতো দাঁড়িয়ে মাথা উঁচু করে কী যেন দেখার চেষ্টা করতে লাগল। সামনের একটি পা-ও এগিয়ে দিল সে। তার পর কয়েক পা পিছিয়ে আবার চার পায়ে ভর দিয়ে হাঁটতে শুরু করল ভালুকটি। চিড়িয়াখানার এই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ইনসাইডহিস্ট্রি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, চিড়িয়াখানায় খাঁচার ভিতর একটি ভালুক রয়েছে। পিছনের দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। অবিকল মানুষের মতো। বেশ খানিক ক্ষণ একই ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাকে। কখনও সামনের একটি পা এগিয়ে দিচ্ছে। কখনও বা মাথা উঁচু করে কিছু একটা দেখার চেষ্টা করছে ভালুকটি। তার পর কিছুটা পিছিয়ে গিয়ে আবার চার পায়ে ভর দিয়ে চলাফেরা করতে শুরু করল সে।
বার বার জিভও বার করতে লাগল ভালুকটি। ঘটনাটি চিনের একটি চিড়িয়াখানায় ঘটেছে। সাধারণত গাছের উঁচু ডালে ওঠার সময় অথবা পারিপার্শ্বিক পরিস্থিতি যাচাই করতে ভালুক দাঁড়িয়ে পড়ে। অনেক সময় খাদ্যের সন্ধানে অথবা অনেক দূর পর্যন্ত দেখতে চাইলেও ভালুক তাদের পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়ায়। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অবাক হয়ে পড়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘দেখে মনে হচ্ছে অবিকল মানুষের মতো দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে। ভিডিয়োটি দেখে অবাক হয়ে গেলাম।’’