—ছবি: এআই প্রযুক্তির সাহায্যে।
বহু চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না? অথবা চাকরি খুইয়ে ফেলেছেন সে কথা প্রিয়জনদের জানাতে পারছেন না? এমন তরুণ-তরুণীদের জন্যই নকল অফিস তৈরি করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসের ব্যস্ত সময়ে সেই নকল অফিসেই সময় কাটানো যাবে। টাকা দিলে পাওয়া যাবে খাবারও।
উত্তর চিনের হেবেই প্রদেশে এমনই কিছু নকল অফিস খুলেছে একটি সংস্থা। দফতরে ভিড় জমিয়েছেন বেকার থেকে শুরু করে চাকরিহারারাও। সমাজে কেউ চাকুরিজীবি হয়ে থাকতে চান, কেউ বা প্রিয়জনদের জানাতে পারছেন না যে, তিনি চাকরি হারিয়েছেন অথবা বেকার রয়েছেন। তাই সে সব দফতরে অফিসের ব্যস্ত সময়ে চলে যাচ্ছেন তাঁরা। সেখানকার পরিবেশ একেবারে অফিসের পরিবেশের মতোই।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রতি দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে থাকা যায়। যাঁরা এই নকল অফিসে সময় কাটানোর সুবিধা লাভ করছেন, তাঁরা দুপুরের খাবারও সেরে ফেলতে পারেন সেখানে। প্রতি দিন ৩০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩৫৩ টাকা) খরচ করে পাওয়া যাবে দুপুরের খাবার। শুধু তা-ই নয়, নকল অফিসে রয়েছেন নকল বস্-ও। কেউ যদি প্রমাণসাপেক্ষে বস্-এর ছবি তুলে বাড়িতে দেখাতে চান, তা হলে তার জন্য দিতে হবে অতিরিক্ত ৫০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৫৮৯ টাকা)। নকল অফিসে এক জন তরুণ রয়েছেন, যিনি প্রয়োজন মতো অফিসের বস্ সাজেন। দামি চেয়ারে বসে পোজ় দিয়ে ছবি তোলেন তিনি। সেই ছবিই টাকার বিনিময়ে কিনতে পারেন সেই নকল অফিসের ‘কর্মী’রা।
বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ায় তা নিয়ে কটাক্ষ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘প্রিয়জনদের কাছ থেকে কখনও কিছু গোপন করতে নেই। তাঁরা কঠিন পরিস্থিতিতে সব সময় পাশে থাকবেন।’’