পায়ে চোট নিয়ে প্রকাশ্যে রশ্মিকা মন্দানা। ছবি: সংগৃহীত।
‘দ্য শো মাস্ট গো অন...’। যে দিন থেকে বিনোদন দুনিয়ায় তিনি, সে দিন থেকে বুঝি কথাটা মজ্জায় মজ্জায় মিশিয়ে নিয়েছেন। সময় আসতেই তার বাহ্য প্রকাশ ঘটালেন রশ্মিকা মন্দানা। দিন কয়েক আগে পায়ে বড় চোট পেয়েছেন। হাসপাতালে গিয়ে প্লাস্টার করাতে হয়েছে তাঁকে। তার পর থেকে টানা বিশ্রামে নায়িকা। আগামী ছবি ‘সিকন্দর’-এর শুটিং করতে পারছেন না। এত প্রতিকূলতার মধ্যেও পেশার প্রতি নিজের দায়বদ্ধতা ভোলেননি। পায়ে প্লাস্টার নিয়েই তিনি বিমানবন্দরে! মঙ্গলবার প্রকাশ্যে এসেছে তাঁর ‘ছাবা’-র লুক। বুধবার প্রথম ঝলকমুক্তি। সেই কারণে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিলেন তিনি।
বিমানবন্দরেই ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। এখনও ভাল করে পা ফেলতে পারছেন না। খুঁড়িয়ে হাঁটছেন। সেই অবস্থাতেই মাস্ক আর টুপিতে মুখ ঢেকে হুইলচেয়ারে বসে বিমানবন্দরে বিমান ধরতে হাজির তিনি!
বছরের শুরুতেই জিমে শরীরচর্চা করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী। সেই সময় সমাজমাধ্যমে রশ্মিকা লিখেছিলেন, ‘‘শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছি। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব। কিন্তু সেটা আগামী কয়েক সপ্তাহ, না কি কয়েক মাসের মধ্যে, তা ঈশ্বরই জানেন। সময় মতো ‘থামা’, ‘সিকন্দর’ এবং ‘কুবেরা’র সেটে পৌঁছে যাব।’’