Body Recovery of Minor Boy

ভাগাড়ে পড়ে বালকের দেহ! উদ্ধার হল আবর্জনা সরাতে গিয়ে, চাউর হতেই টিটাগড়ে ছড়াল চাঞ্চল্য

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে একটি ভাগাড়ের মধ্যে থেকে উদ্ধার হল বালকের দেহ। গত তিন দিন ধরে এক বালকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া দেহটি ওই বালকের হতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১২:১৬
বুধবার সকালে টিটাগড়ে এক ভাগাড়ের মধ্যে থেকে উদ্ধার হয় কিশোরের দেহ।

বুধবার সকালে টিটাগড়ে এক ভাগাড়ের মধ্যে থেকে উদ্ধার হয় কিশোরের দেহ। — নিজস্ব চিত্র।

ভাগাড়ে জমা আবর্জনার স্তূপের মধ্যে থেকে উদ্ধার হল এক বালকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। সকালে সাফাইকর্মীরা ওই ভাগাড় থেকে আবর্জনা সরানোর সময় দেখতে পান বালকের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় টিটাগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে পাঠানো হয়েছে। টিটাগড়ের বাসিন্দা বুলু দাস নামে ৯ বছর বয়সি এক বালক গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। উদ্ধার হওয়া দেহটি ওই বালকের বলেই প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। কী ভাবে তার মৃত্যু হল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, খড়দহের নালীর মাঠ এলাকার বাড়ি থেকে গত তিন দিন আগে নিখোঁজ হয়ে যায় বুলু নামে ওই বালক। টিটাগড় থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। এরই মধ্যে বুধবার সকালে টিটাগড়ের ভাগাড় থেকে এক কিশোরের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দেহটি নিখোঁজ হয়ে যাওয়া ওই বালকের হতে পারে। কী ভাবে তার মৃত্যু হল, ভাগাড়ের মধ্যেই বা কী ভাবে দেহটি এল, সেই উত্তরের খোঁজ চালাচ্ছে পুলিশ।

শিবু চৌধুরী নামে এক সাফাইকর্মী জানান, ভাগাড়ে আবর্জনা সরাচ্ছিলেন তিনি। ওই আবর্জনার ভিতরেই পড়ে ছিল বালকের দেহ। তবে দেহটি কবে থেকে ভাগাড়ে পড়ে ছিল, তা এখনও স্পষ্ট নয়। ভাগাড়টি লোকালয়ের কাছে। কাছাকাছির মধ্যে বেশ কয়েকটি বাড়িও রয়েছে। দেহটি কবে থেকে ভাগাড়ে পড়ে রয়েছে, তা বলতে পারছেন না এলাকার বাসিন্দারাও।

Advertisement
আরও পড়ুন