ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সরু রাস্তা দিয়ে লম্বা লম্বা পা ফেলে হাঁটছিল দু’টি এমু। কিন্তু কনকনে শীতে রাস্তা জমে বরফ হয়ে গিয়েছে। সেই বরফেই পা পিছলে পড়ে গেল দু’টি এমু। উঠে পড়ার শত চেষ্টা করলেও আবার পা পিছলে পড়ে যাচ্ছিল তারা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে লম্বা পা ফেলে হাঁটছে দু’টি এমু। একটি এমু অবশ্য কিছুটা দূর এগিয়েও গিয়েছে। পিছনের এমুটি হঠাৎ বরফের রাস্তায় পা পিছলে পড়ে গেল। মুহূর্তের মধ্যে পড়ে গেল সামনের এমুটিও। দু’-তিন বারের চেষ্টায় পিছনের এমুটি উঠে পড়লেও সামনের এমুটি আর উঠতে পারল না। বার বার চেষ্টা করেও ব্যর্থ হল সে।
সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়লে তা নজর কাড়ে নেটাগরিকদের একাংশের। এমু দু’টির অবস্থা দেখে হাসির রোল ওঠে নেটপাড়ায়। এক জন মজা করে লেখেন, ‘‘সামনের এমুটি এত চেষ্টা করেও উঠতে পারল না। ওকে দেখে খারাপও লাগছে। আবার হাসিও থামাতে পারছি না।’’