ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পড়াশোনায় মন নেই কিশোরের। পর পর দু’দিন স্কুলেও যায়নি সে। ছাত্র কি তবে অসুস্থ? খোঁজ নিতে তার বাড়িতে পৌঁছে যান স্কুলশিক্ষক। ঘরের দরজা খোলাই ছিল। খোল দরজা দিয়ে ঘরে ঢুকতেই শিক্ষক দেখেন, বিছানায় আয়েশ করে শুয়ে টিভি দেখছে তাঁর গুণধর ছাত্র। শিক্ষককে হঠাৎ ঘরে ঢুকে পড়তে দেখে চমকে উঠে পড়ে সে। যেন ‘ভূতদর্শন’ করেছে সে। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিছানায় শুয়ে শুয়ে এক কিশোর টিভি দেখছে। হঠাৎ সেই ঘরের ভিতর এক ব্যক্তি ঢুকে পড়েন। কিশোর যে টিভি দেখছে তা দেখে বকাবকি শুরু করেন ওই ব্যক্তি। আসলে তিনি ওই কিশোরের স্কুলশিক্ষক। পর পর দু’দিন সেই কিশোর স্কুলে যায়নি।
ছাত্রের খোঁজ নিতে সোজা তার বাড়িতে হাজির হন চিন্তাগ্রস্ত শিক্ষক। ছাত্রের বাড়িতে গিয়ে তাকে টিভি দেখতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে স্কুলের পোশাক পরে ছাত্রকে তৈরি হওয়ার নির্দেশ দেন। তাঁর সঙ্গেই কিশোরকে স্কুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঘটনাটি কোথায় ঘটেছে সেই বিষয়ে জানা না গেলেও ভিডিয়োটি দেখে মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন বলেছেন, ‘‘কিশোর তো তার শিক্ষককে দেখে চমকে উঠেছে। তিনি যে এ ভাবে সোজা বাড়িতে চলে আসবেন তা মনে হয় ভাবতে পারেনি। শিক্ষককে দেখে ওর চোখমুখই শুকিয়ে গেল।’’