Viral Video

মুখে-জামায় রক্ত, চোখের মণি ভয়ানক, প্রকাশ্য রাস্তায় ‘পেত্নী’কে দেখেও পাত্তা দিল না দিল্লিবাসী

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাজধানীর রাস্তায় পেত্নী সেজে ঘুরে বেড়াচ্ছেন এক তরুণী। রূপসজ্জার টান এতটাই নিখুঁত যে রাতে তাঁকে দেখে যে কেউ ভিরমি খেতে পারেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০৯:১৮
Delhi woman tries to scare people, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

চোখের মণি ভয়ঙ্কর। চুল উস্কোখুস্কো। মুখে ‘রক্ত’ লেগে। পরনের সাদা কাপড়েও ছোপ ছোপ ‘রক্তের’ দাগ! দিল্লির রাস্তায় দেখা মিলল ‘পেত্নী’র। প্রকাশ্যেই ঘুরে বেড়াতে দেখা গেল তাকে। তবে দিল্লিবাসীদের ভয় পাওয়ানো এত সহজ নয়। চোখের সামনে পেত্নী দেখেও ভয় পেলেন না কেউ। কেউ কেউ ছবি তুলে রাখলেও অধিকাংশ মানুষ পাত্তাই দিল না সেই ‘প্রেতাত্মা’কে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাজধানীর রাস্তায় পেত্নী সেজে ঘুরে বেড়াচ্ছেন এক তরুণী। রূপসজ্জার টান এতটাই নিখুঁত যে রাতে তাঁকে দেখে যে কেউ ভিরমি খেতে পারেন। কিন্তু সন্ধ্যাবেলা রাস্তায় মানুষকে ভয় দেখানোর তাঁর চেষ্টা বৃথা বলে প্রমাণিত হল। কারণ ওই পেত্নীরূপী তরুণীকে পাত্তা দেননি কেউই। অনেকে আবার তাঁকে দেখে হাসতে থাকেন। ফোন বার করে ছবি তুলতে থাকেন কেউ কেউ। এর পর নিরাশ হয়ে নিজেই ক্যামেরার সামনে পোজ় দিতে থাকেন ওই তরুণী। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পশ্চিম বিহারের রূপটান শিল্পী শেফালি নাগপাল। সেই ভিডিয়ো ইতিমধ্যে ৭০ লক্ষের বেশি বার দেখা হয়েছে। দেদার লাইকও পড়েছে। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। তবে ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ।

Advertisement
আরও পড়ুন