Viral Video

মুম্বই আইআইটির ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে কুমির! উদ্ধারে এল বন দফতর, ভিডিয়ো ভাইরাল

রাস্তায় কুমির ঘোরাফেরা করছে দেখে সঙ্গে সঙ্গে বন দফতরে খবর পাঠানো হয়। দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে যান বনবিভাগের কর্মীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১০:১২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সূর্য ডুবে গিয়েছে। আইআইটির ক্যাম্পাসের গলিপথে তখন জ্বলে উঠেছে বাতিস্তম্ভ। ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা বেজে পার। ক্যাম্পাসে সেই সময় টহল দিতে বেরিয়েছে একটি কুমির। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

Advertisement

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল এবং ইনস্টাগ্রামের পাতায় সম্প্রতি একটি ভিডিয়ো ঘোরাফেরা করতে শুরু করেছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জল ছেড়ে ডাঙায় উঠে পড়েছে একটি কুমির। ভরা সন্ধ্যায় রাস্তায় টহল দিচ্ছে সে। কিছু ক্ষণ হাঁটার পর বুকে ভর দিয়ে রাস্তায় শুয়ে পড়ল কুমিরটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে মুম্বই পোয়াইয়ের আইআইটি ক্যাম্পাস রোডে এই ঘটনাটি ঘটেছে। রাস্তায় কুমির ঘোরাফেরা করছ‌ে দেখে সঙ্গে সঙ্গে বন দফতরে খবর পাঠানো হয়।

দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে যান বনবিভাগের কর্মীরা। পুরসভার কর্মীরাও সেখানে চলে যান। তার পর কুমিরটিকে উদ্ধার করে নিকটবর্তী জলাশয়ে ছেড়ে দেওয়া হয়। বন দফতরের দাবি, আইআইটি ক্যাম্পাসের অদূরে রয়েছে পদ্মাবতী মন্দির। সেই মন্দিরের পাশের জলাশয় থেকে কুমিরটি কোনও ভাবে ডাঙায় উঠে পড়েছিল। বন দফতরের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

Advertisement
আরও পড়ুন