Viral Video

গরমে পাখিদের তেষ্টা মেটাতে কী ভাবে জলের ব্যবস্থা করল শিশু, প্রকাশ্যে সেই ভিডিয়ো

শিশুটি দেখল অনেক পাখি বসে রয়েছে চারপাশে। সেই সময়ই পাখিদের জল খাওয়ানোর কথা ভাবল সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৭:৫০
representative photo of bird

—প্রতীকী ছবি।

তাপপ্রবাহে হিমশিম খাচ্ছে দেশের একাংশ। গরমে কাহিল পাখিরাও। এই অসহ্য গরমে গলা ভেজাতে তারাও যে জল চায়, সেটা বুঝেছিল এক খুদে। তাই গরমে পাখিদের তৃষ্ণা মেটাতে জলের ব্যবস্থা সে একাই করল।

তার পরনে নীল রঙের হাফপ্যান্ট। একই রঙের জামা। শিশুটি দেখল অনেক পাখি বসে রয়েছে চারপাশে। সেই সময়ই পাখিদের জল খাওয়ানোর কথা ভাবল সে।

Advertisement

যেমন ভাবনা, তেমন কাজ। কাছেই একটা ট্যাঙ্ক ছিল। সেই ট্যাঙ্কের সঙ্গে পাইপলাইনের ব্যবস্থা আছে। ওই পাইপ থেকে একটা বোতল নিয়ে জল ভরতে দেখা গেল শিশুটিকে। তার পর সেই বোতল দু’হাতে করে নিয়ে গেল সে। তার পর?

পাখিগুলো যেখানে ছিল, সেখানে আগে থেকে একটি পাত্র রাখা ছিল। সেই পাত্রেই বোতল থেকে জল ঢালল শিশুটি। এর পরেই খালি বোতল নিয়ে দৌড় লাগাল সে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। গরমে পাখিদের তেষ্টা মেটানোর জন্য শিশুটির এ হেন কাণ্ড দেখে মজেছেন অনেকে। ভিডিয়োটি কোন এলাকার তা জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement