Divorced XI

মারধরের অভিযোগ থেকে পরকীয়া, বিভিন্ন কারণে ভাঙে বিয়ে! এক নজরে ক্রিকেটের বিচ্ছেদ একাদশ

তালিকার প্রথমেই রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বিতর্কিত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং নওরিনের বিয়ে হয় ১৯৮৭ সালে। ন’বছর সেই সম্পর্ক চলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১০:২৫
০১ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

ক্রিকেটের সঙ্গে গ্ল্যামারের সম্পর্কটা বেশ পুরনো। ২২ গজের সুদর্শন পুরুষেরা তো সেই কবে থেকেই কত শত সুন্দরীর রাতের ঘুম কেড়েছেন। তাঁদের মধ্যে আবার কারও কারও প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বিস্তর। কেউ কেউ বিয়ে করেছেন সুন্দরী অভিনেত্রীকে।

০২ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

সেই সব নামী ক্রিকেটার এবং তাঁদের প্রেমের কথা সকলেরই জানা। কিন্তু যদি এমন এক একাদশ তৈরি করা যায়, যাঁদের ব্যক্তিগত সম্পর্ক, প্রেম-বিয়ের পাশাপাশি নজর কেড়েছে বিচ্ছেদের কাহিনিও, তা হলে সেই দলে কারা জায়গা পাবেন?

০৩ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

এক নজরে দেখে নেওয়া যাক ১১ জন এমন ক্রিকেটারের তালিকা, যাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই বিচ্ছেদ নিয়ে হইচইও হয়েছে।

Advertisement
০৪ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

তালিকার প্রথমেই রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বিতর্কিত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং নওরিনের বিয়ে হয় ১৯৮৭ সালে। ন’বছর সেই সম্পর্ক চলে।

০৫ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

১৯৯৬ সালে বিচ্ছেদ হয়ে যায় আজহারউদ্দিন এবং নওরিনের। ওই বছরেই বলি অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেছিলেন আজহার। সেই সময় ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত জীবন প্রায় সব সংবাদমাধ্যমের শিরোনামেই উঠে এসেছিল। উল্লেখ্য, ২০১০ সালে সঙ্গীতার সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় আজহারউদ্দিনের। এর পর বিদেশিনি শ্যানন মেরিকে বিয়ে করেন তিনি।

Advertisement
০৬ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

প্রাক্তন পাক অধিনায়ক তথা বর্তমানের রাজনীতিবিদ ইমরান খানের ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। ১৯৯৫ সালে ব্রিটেনের নাগরিক জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান। সংস্কৃতি এবং বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও ন’বছর টিকে ছিল তাঁদের সম্পর্ক।

০৭ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

২০০৪ সালে বিচ্ছেদ হয়ে যায় দম্পতির। তাঁদের বিচ্ছেদ নিয়ে সেই সময় ব্যাপক শোরগোল পড়েছিল। এর ১১ বছর পর, অর্থাৎ ২০১৫ সালে ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক তথা লেখিকা রেহাম খানকে বিয়ে করেন ইমরান। বিচ্ছেদ হয় সেই বছরেই। এর পর ২০১৮ সালে বুশরা বিবিকে বিয়ে করেন প্রাক্তন পাক অধিনায়ক।

Advertisement
০৮ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক এবং নিকিতা বাঞ্জারার বিবাহবিচ্ছেদ ছিল ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয়গুলির মধ্যে একটি। সতীর্থের সঙ্গে স্ত্রীর সম্পর্কের জেরে ভেঙে গিয়েছিল দীনেশের সংসার। দীনেশের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যে আর এক ক্রিকেটার মুরলী বিজয়কে বিয়ে করেছিলেন নিকিতা। ত্রিকোণ সম্পর্কের এই জটিলতা নিয়ে তখন বিশেষ মুচমুচে সংবাদ হয়নি। কারণ, তিন জনেই এই টানাপড়েন সচেতন ভাবে গোপন রেখেছিলেন।

০৯ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

২০১২ সালে নিকিতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় দীনেশের। এর পর প্রাক্তন স্বামীরই সতীর্থ মুরলীকে বিয়ে করেন নিকিতা। নতুন সম্পর্কে জড়িয়েছিলেন দীনেশও। ২০১৩ সালের নভেম্বরে ভারতের স্কোয়াশ চ্যাম্পিয়ন দীপিকা পল্লিকলকে বিয়ে করেন তিনি।

১০ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

বিশ্ব ক্রিকেটে তাবড় তাবড় ব্যাটারের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন শেন ওয়ার্ন। তবে বেশ কয়েক বার রাতের ঘুম উড়ে গিয়েছিল তাঁর নিজেরও। ক্রিকেটজীবনে বিতর্ক পিছু ছাড়েনি। অবসরের পরেও একাধিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর।

১১ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

ওয়ার্নের প্রথম স্ত্রী সিমোনে কাল্লাহান। বিয়ে হয় ১৯৯৫ সালে। তিন সন্তানের বাবা-মা তাঁরা। ওয়ার্নের সঙ্গে সিমোনের বিবাহবিচ্ছেদ হয় ২০০৫ সালে। কিন্তু তাঁদের সম্পর্কে চিড় বোধহয় ধরেছিল পাঁচ বছর আগেই। ২০০০ সালে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব কেড়ে নেওয়া হয় ওয়ার্নের। অভিযোগ, এক ব্রিটিশ নার্সকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠিয়েছিলেন তিনি। শোনা যায়, সন্তানদের কথা ভেবে বিচ্ছেদের পরেও সিমোনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন ওয়ার্ন।

১২ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

সিমোনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লির সঙ্গে সম্পর্কে জড়ান ওয়ার্ন। ২০১১ সালের শেষের দিকে, হার্লি এবং ওয়ার্ন ঘোষণা করেন যে, তাঁরা বাগ্‌দান করেছেন। কিন্তু দু’বছরের মাথায় বাগ্‌দান বাতিল করে দেন তাঁরা। সম্পর্কেরও ইতি হয়। ২০২২ সালের ৪ মার্চ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ওয়ার্ন।

১৩ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিচ্ছেদ নিয়েও কম বিতর্ক হয়নি। ২০১৪ সালে বিয়ে হয়েছিল শামি এবং হাসিন জাহানের। ২০১২ সালের আইপিএলে তাঁদের দু’জনের আলাপ হয়েছিল। সেখান থেকে প্রেম এবং বিয়ে। ২০১৫ সালে জন্ম কন্যা আইরার। কিন্তু ২০১৮ সাল থেকে শামি আর হাসিন একসঙ্গে থাকেন না।

১৪ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

শামির অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন হাসিন। সেই সঙ্গে শামি এবং তাঁর দাদার বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন তিনি।

১৫ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

বিয়ের আট বছর পর বিচ্ছেদ হয় ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান ও তার স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের। ২০১২ সালের অক্টোবরে ধাওয়ানের সঙ্গে বিয়ে হয়েছিল প্রাক্তন কিকবক্সার আয়েশার। ধাওয়ান ছিলেন তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী। প্রথম পক্ষের দুই কন্যাসন্তানও রয়েছে আয়েশার। ২০২১ সালে প্রথম বার সমাজমাধ্যমে ধাওয়ানের সঙ্গে বিবাহবিচ্ছেদের ইচ্ছাপ্রকাশ করেছিলেন আয়েশা।

১৬ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

বেশ কিছু দিন ধরেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না ধাওয়ানের। পারিবারিক অশান্তি কিছুটা হলেও প্রভাব ফেলছিল তাঁর ২২ গজের পারফরম্যান্সে। এর পর আয়েশার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করে বিবাহবিচ্ছেদের মামলা করেন ধাওয়ান। বিচ্ছেদে সিলমোহর দেয় আদালত।

১৭ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

২০২০ সালের ৩১ মে বিয়ে করেন ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং নাতাশা স্ট্যানকোভিচ। কোভিডের মাঝে বড় কোনও উৎসব করেননি তাঁরা। আইনি মতে বিয়ে সেরেছিলেন। সেই বছর ৩০ জুলাই জন্ম হয় তাঁদের পুত্র অগস্ত্যের।

১৮ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

পরে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ের উৎসব করেন হার্দিক-নাতাশা। পরিবার, বন্ধু এবং পুত্র অগস্ত্যকে নিয়ে অনুষ্ঠান করেছিলেন তাঁরা। এর পর ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ হচ্ছে বলে জল্পনা তৈরি হয়। জুলাই মাসে নাতাশা সেই সব জল্পনার অবসান ঘটিয়ে ইনস্টাগ্রামে জানিয়ে দেন যে, তাঁদের চার বছরের সম্পর্কে ইতি টানছেন। একই পোস্ট করেন হার্দিকও।

১৯ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে শিরোনামে থেকেছেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিকও। ২০১০ সালের ১২ এপ্রিল হায়দরাবাদে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জ়াকে বিয়ে করেছিলেন শোয়েব। বিয়ের এক সপ্তাহ আগেই পাকিস্তান থেকে বরযাত্রী চলে এসেছিল ভারতে। আর সেই সময়ই আয়েশা সিদ্দিকির নাম শোনা যায়।

২০ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

সানিয়ার শহরের সেই মেয়ের দাবি, শোয়েব তাঁকে বিয়ে করেছেন। ভারতে খেলতে এসে আয়েশার বাড়িতে নিমন্ত্রণ ছিল শোয়েব-সহ পাকিস্তান দলের ক্রিকেটারদের। সেখানেই নাকি বিয়ে হয়েছিল শোয়েব এবং আয়েশার। সানিয়ার সঙ্গে বিয়ের আগে সেই ঘটনা চাঞ্চল্য তৈরি করেছিল।

২১ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

শোয়েব সেই বিয়ের কথা অস্বীকার করেননি। কিন্তু তিনি জানিয়েছিলেন, ফোনে আয়েশার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। মানতে চাননি আয়েশা। জল গড়ায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত সানিয়াকে বিয়ের আগে আয়েশাকে ডিভোর্স দিয়েছিলেন শোয়েব।

২২ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

এর পর ২০২২ সালের নভেম্বরে পাক সংবাদমাধ্যমের খবরে সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল। সেই সময়ই জানা গিয়েছিল যে সানিয়া এবং শোয়েব একসঙ্গে থাকছেন না। ২০২৩ সালে বিচ্ছেদ হয় তাঁদের। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর চলতি বছরের শুরুতে পাক অভিনেত্রী সানা জাভেদকে সঙ্গে বিয়ে করেন শোয়েব।

২৩ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের বিচ্ছেদ নিয়েও অনেক আলোচনা হয়েছিল সে সময়। আইরিশ গায়িকা মর্গ্যান ডিয়েনেকে বিয়ে করেছিলেন স্মিথ। ২০১১ সালের অগস্টে কেপটাউনে হয়েছিল স্মিথের প্রথম বিয়ের অনুষ্ঠান। মর্গ্যান এবং স্মিথের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম ক্যাডেন্স ক্রিন্সিন স্মিথ, ছেলের নাম কার্টার ম্যাকমরিন স্মিথ।

২৪ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

বিয়ের চার বছর পর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে স্মিথ এবং মর্গ্যান প্রকাশ্যে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। ২০১৬ সালের ডিসেম্বরে বান্ধবী রোমি লানফ্রানচি জন্ম দেন স্মিথের তৃতীয় সন্তানের। পরে ২০১৯ সালে দ্বিতীয় বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হন স্মিথ। বিয়ে করেন রোমিকেই।

২৫ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

নব্বইয়ের দশকের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটার। যত দিন ক্রিকেট খেলেছেন, তত দিনই বোলারদের ঘুম কেড়েছেন। কিন্তু বিনোদ কাম্বলি যেমন রাতারাতি সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন, ঠিক তেমনই দ্রুত তাঁর কেরিয়ারে পতনও হয়েছিল।

২৬ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

কেরিয়ারে পতনের পাশাপাশি বিনোদের ব্যক্তিগত জীবনও খুব একটা সুখকর ছিল না। নব্বইয়ের দশকে যখন ক্রিকেটের জগতে তিনি প্রশংসায় জড়িয়ে রয়েছেন, সেই সময় তাঁর আলাপ হয় নোয়েলা লিউইস নামে এক তরুণীর সঙ্গে। পুণের এক হোটেলের রিসেপশনে কাজ করতেন নোয়েলা। কর্মসূত্রে সেই হোটেলেই গিয়েছিলেন বিনোদ। সেখানে গিয়ে নোয়েলার সঙ্গে আলাপ, বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব থেকে প্রেম। ১৯৯৪ সালের মে মাসে পুণের এক গির্জায় নোয়েলাকে বিয়ে করেন বিনোদ।

২৭ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

বিয়ের পর বিনোদের কেরিয়ারের রেখচিত্র আরও নীচের দিকে নামতে শুরু করে। সেই সময়ে মদে আসক্ত হয়ে পড়েন বিনোদ। বিয়ের পর বহু নারীর আনাগোনা বাড়তে থাকে ক্রিকেটারের জীবনে। নোয়েলার সঙ্গে বিনোদের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের পাঁচ বছর পর ১৯৯৯ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় দু’জনের। নোয়েলার সঙ্গে বিচ্ছেদের পর বিনোদের আলাপ হয় আন্দ্রেয়া হিউইটের।

২৮ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

পেশায় মডেল ছিলেন আন্দ্রেয়া। ২০০০ সালে বিনোদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আন্দ্রেয়া। আন্দ্রেয়াকে আইনি বিয়ে করার ছ’বছর পর ২০০৬ সালে তাঁর সঙ্গে সামাজিক বিয়ে করেন বিনোদ। ২০১০ সালে পুত্রসন্তানের জন্ম দেন আন্দ্রেয়া। তার চার বছর পর ২০১৪ সালে কন্যাসন্তানেরও জন্ম দেন তিনি।

২৯ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

স্বামী এবং দুই সন্তান নিয়ে সংসার হলেও সেই সংসারে নাকি শান্তি পাননি আন্দ্রেয়া। আন্দ্রেয়ার অভিযোগ, মদ পান করে তাঁর উপর শারীরিক হেনস্থা করতেন বিনোদ। এক বার নাকি রান্না করার পাত্র ছুড়ে মেরেছিলেন আন্দ্রেয়াকে। তার ফলে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন তিনি। মাথায় আঘাত পাওয়ার ফলে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয় আন্দ্রেয়াকে। বিনোদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন তিনি। ২০২৩ সালে বিনোদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় আন্দ্রেয়ার।

৩০ ৩০
All need to know about top 11 Divorced cricketers and their relationship story

অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। বিয়ের দু’বছর পর কেম্পের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন লি। ২০০৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। সেই সময় জল্পনা তৈরি হয়, ব্রিসবেনে এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কেম্প। কিন্তু কেম্প এবং লি— উভয়েই বিষয়টি উড়িয়ে দেন। এর পর এক বছর সম্পর্কে থাকার পর ২০১৪ সালে বান্ধবী লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন লি। তাঁদের দুই সন্তান রয়েছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি