ছবি: এক্স থেকে নেওয়া।
একটি বিশাল আকৃতির ব্যাঙ চুপটি করে বসে রয়েছে। কিন্তু ব্যাঙটির মুখে রয়েছে তার সবচেয়ে বড় শত্রু, সাপ। প্রকৃতির ‘খেলা’য় এখানে খাদ্য খাদককে ভক্ষণ করছে। ব্যাঙের মুখে থাকা অবস্থাতেও সাপটি জ্যান্ত রয়েছে। সাপটির লেজের দিক থেকে তাকে ধীরে ধীরে মুখে ঢুকিয়ে নিচ্ছে ব্যাঙটি। সেই সময় একটি বিড়াল এসে সেখানে উপস্থিত হল। খেলাচ্ছলে সাপটির মাথায় একটি চাঁটি মারতে গেল সে। কিন্তু সাপটি এ বার আর হার মেনে নিল না। মৃত্যুর মুখে থেকেও আত্মরক্ষা করার তাগিদে ফণা বার করে প্রতিরোধ করল সাপটি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার উপর একটি ব্যাঙ বসে রয়েছে। আকারে বেশ বড়। প্রজাতিতে সেটি একটি আমেরিকান বুল ফ্রগ। কিন্তু ব্যাঙটির মুখের দিকে চোখ গেলেই চমকে উঠবে যে কেউ। ব্যাঙটির মুখ থেকে বেরিয়ে রয়েছে একটি জ্যান্ত সাপের মাথা-সহ আরও কিছুটা দেহ, বাকি লেজের দিকটা ব্যাঙটির মুখের ভিতর। শান্ত ব্যাঙটি ধীরে ধীরে সাপটিকে গ্রাস করছে। সাপটিও আর বাঁচার কোনও উপায় নেই দেখে চুপচাপ মাথা এলিয়ে রাস্তায় পড়ে রয়েছে। সেই সময় সেখানে এল একটি বিড়াল। কিছু ক্ষণ ছোট্ট নাক দিয়ে সাপের মাথায় গন্ধ শুঁকে পরীক্ষানিরীক্ষা করে নিল বিড়ালটি। তার পর হাত তুলে সাপের মাথায় থাবা মারার জন্য এগিয়ে গেল সাহসী বিড়ালটি। মার্জারের দুঃসাহস দেখে রেগে গেল মৃত্যুমুখী সাপটি। সাপটি ফণা তুলে ছোবল মারার জন্য সাধ্যমতো এগিয়ে গেল বিড়ালটির দিকে। বিড়ালটিও ভয় পেয়ে তৎক্ষণাৎ পিছিয়ে গেল। পাশে একটি সাত-আট বছরের বালক পুরো ঘটনাটি বসে বসে দেখে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘ক্রিপি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। নেটাগরিকেরা নানা রকম মজার মন্তব্য করে মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।