বিমান বসু। — ফাইল চিত্র।
রাত পোহালেই ইদ উৎসব। সোমবার দেশ জুড়ে পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের খুশির এই উৎসব। শুরু হয়েছে হিন্দুদের নবরাত্রিও। আগামী রবিবার পালিত হবে রামনবমী। এ হেন পরিস্থিতিতে রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে বলে মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ। আর এ বার সেই সুরেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করল রাজ্য বামফ্রন্ট। রবিবার সন্ধ্যায় আলিমুদ্দিন স্ট্রিট থেকে বিবৃতি প্রকাশ করেছেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। পাশাপাশি একই সুরে বার্তা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
নিজের বিবৃতিতে বিমান বলেছেন, ‘‘সোমবার সারা দেশের সঙ্গে এ রাজ্য ইদ উৎসব পালিত হবে। আবার নবরাত্রি শুরু হয়েছে এবং রামনবমী ও পালিত হবে। বাংলার চিরাচরিত ঐতিহ্য রক্ষা করে শান্তি ও সম্প্রীতির বাতাবরণে এই উৎসব পালনের জন্য রাজ্যের সকল অংশের মানুষের কাছে বামফ্রন্ট আহ্বান জানাচ্ছে।’’ তাৎপর্যপূর্ণ ভাবে এর পরেই বামফ্রন্ট চেয়ারম্যান লিখেছেন, ‘‘সাম্প্রদায়িক শক্তি মানুষের মধ্যে বিভাজনের জন্য প্ররোচনা তৈরি চেষ্টা চালাবে, এমন আশঙ্কা কোন ভাবেই উপেক্ষা করা যায় না। ইতিমধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। সমস্ত ধরনের প্ররোচনা উপেক্ষা করে সাম্প্রদায়িক ঐক্য ও সংহতি রক্ষার জন্য জনগণের কাছে বামফ্রন্ট আবেদন জানাচ্ছে।’’ এই লিখিত বিবৃতি মারফত বামফ্রন্টের তরফ রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে, আগাম সতর্কতা নিয়ে রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। উস্কানির চেষ্টা হলে কঠোর হাতে তা মোকাবিলা করতে হবে।
প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর একটি ভিডিয়োবার্তা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘‘আমাদের সামনে পবিত্র ইদ এবং পবিত্র রামনবমী রয়েছে। এই দু’টি উৎসবকে কেন্দ্র করে কিছু সঙ্কীর্ণমনা রাজনৈতিক দল, তারা ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে দ্বিমুখী রাজনীতির কৌশল নিতে চাইবেন। ইতিমধ্যে সেই কাজটা শুরু হয়ে গিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘সেই ইঞ্জিনিয়ারিং হিসাবে প্লটওয়ান, প্লট টু এবং প্লট থ্রি হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘটনা ঘটানো শুরু হয়ে গিয়েছে। সংঘর্ষ বাঁচানোর চেষ্টা হচ্ছে। আমি প্রশাসনের কাছে আবেদন করব যারা গোলমাল পাকাতে চায়, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন। তাদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুন। কোনও ভাবেই আমাদের এই সমাজে অশান্তি করা যাবে না।’’
প্রসঙ্গত, রাজ্য প্রশাসনের কাছে খবর, ইদ এবং রামনবমী, এই দুই ধর্মীয় অনুষ্ঠানের সময় অশান্তির চেষ্টায় ষড়যন্ত্র করা হচ্ছে কোনও কোনও মহল থেকে। কলকাতা এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে এ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, পুলিশ সতর্ক রয়েছে এবং যে কোনও ধরনের পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শনিবার রাতে লন্ডন সফর শেষ করে ফিরে এ সব নিয়েও প্রশাসনিক রিপোর্ট দেখে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।